What is a charge sheetচাজশীট কাকে বলে উহা কখন দাখিল করা হয় চার্জশিট দাখিলের পর ম্যাজিঃএর করনীয় কি?

Different Bangla DB
Different Bangla DB
167.5 هزار بار بازدید - 5 سال پیش - থানার অফিসার ইনচার্জবা অন্য কোন
থানার অফিসার ইনচার্জ
বা অন্য কোন তদন্তকারী
কর্মকর্তা মামলা তদন্তশেষে
যখন জানতে পারেন যে
মামলায় ঘটনাটি সত্য তখন
তিনি বিপি ফরম নং-৩৯ এ
অভিযুক্ত আসামিদের প্রকাশ আদালতে বিচারের জন্য এবং অভিযুক্ত আসামিদের অব্যাহতি প্রদানের জন্য বিবরণ দিয়ে যে রিপোর্ট পেশ করেন তাকে চাজশীট বলে।

ফৌঃকাঃবিঃ আইনের
১৭৩,পিআরবি-২৭২বিধি।

#দায়রা আদালতে বিচারযোগ্য
কোন অপরাধ এবং ম‍্যাজিঃ
কোর্টে দন্ডবিধি আইনের ২২১.২১৬.৩৬৯.৪০১.৪৩৫
ধারায় অপরাধের ক্ষেত্রে
কোনো অভিযুক্ত আসামি
নিজের ক্ষমা পাওয়ার আশায় অপরাধে জড়িত থাকার কথা
স্বীকার করে নিজেকে জড়িয়ে সহযোগী আসামিদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সম্পূর্ণরূপে
প্রকাশ করে রাষ্ট্র পক্ষের হয়ে আদালতে সাক্ষ্য প্রদান করে
থাকে বলে রাজসাক্ষী বলে।

#ফৌঃকাঃবিঃ আইনের-৩৩৭.
৩৩৮ধারা।পিআরবি-৪৫৯.৪৮৬
বিধি।সাক্ষ্য আইনের ১৩৩ ধারা।

#বেওয়ারিশ সম্পত্তি যে
সম্পত্তির কোন ওয়ারিশ
বা দাবিদার নাই বা মালিক
খুঁজে পাওয়া যায় না এইরূপ
সম্পত্তি সম্পত্তি বলে।

#পুলিশ আইনের-২৫ ধারা। ফৌঃকাঃবিঃ আইনের ৫২৩ধারা। পিআরবি-২৫১ বিধি
ডিএমপি অধ্যাদেশ-২২ধারা।

সন্ধিগ্ধ সম্পত্তি চোরাই বলে
কথিত বা সন্দেহযুক্ত অথবা
কোন অপরাধ সংগঠনের
সন্দেহযুক্ত পরিস্থিতিতে প্রাপ্ত
সম্পত্তি সম্পত্তি বলে।

ফৌজদারী কার্যবিধি
আইনের ৫৫০ ধারা। পি,আর,বি-২৮০(চ) বিধি।

কেস ডায়রী।
মামলা তদন্তকারী পুলিশ
অফিসার মামলা তদন্ত
কালে তার প্রতিদিনের
তদন্তের ধারাবিবরণী সহ
অগ্রগতি প্রতিবেদন যে
নির্ধারিত ফরম নং-৩৮
লিপিবদ্ধ করে রাখেন তাকে
সিডি বা কেস ডায়েরি বলে।

ফৌজদারী কার্যবিধি আইনের
১৭২ ধারা। পিআরবি ২৬৩ বিধি।
5 سال پیش در تاریخ 1398/05/05 منتشر شده است.
167,541 بـار بازدید شده
... بیشتر