বান আসিছে দেশ ভাসিছে | Ban ashise desh vashise | Ayet Ali | Dr.taz | Composed by Jakarya jim

Ayet Ali Music
Ayet Ali Music
1.9 هزار بار بازدید - 4 سال پیش - #new
#new #kpop #bgmi

#ban ashise desh vashise dukkho shobar. moone

#বানসিলেট
#বন্যার_খবর
#বন্যারগান
#newsong



#banashise
#deshvashise
#dukkhosobarmone
#sylhet



শিল্পীর পরিচিতিঃ

শিল্পী সেই ছোট্ট বেলা থেকেই সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল। সময়ের সাথে গভীর ভালোবাসায় পরিণত হয় নেশায়। দিবানিশি সঙ্গীত চর্চায় তার জীবনকাল অতিবাহিত হয়ে চলেছে।
প্রায় অর্ধশত বছর ধরে শিল্পী তার সঙ্গীত চর্চার পাশাপাশি নিজ হাতে গড়ে তুলেছেন অসংখ্য সঙ্গীত শিল্পী।
যারা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে সুনাম ও খ্যাতি অর্জন করেছে। এবং অনেকে বিভিন্ন বেতার ও টেলিভিশন চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান করছে।  

শিল্পী আয়েত আলী সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলা সহ বিভিন্ন অঞ্চলে সঙ্গীত প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।
তিনি সম্মানের সাথে ওস্তাদ আয়েত আলী নামেই সুপরিচিত। শিল্পী আয়েত আলী, জেলা শিল্পকলা একাডেমী কুষ্টিয়া ছাত্র হিসেবে ভর্তি হন।
১৯৮৫-৮৭ সেশনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে সঙ্গীতের ওপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন।
পরবর্তীতে ওস্তাদ মোতালেব হোসেনপর কাছে উচ্চাঙ্গসংগীত প্রশিক্ষণ নেন।
এছাড়াও অনেক সনামধন্য ওস্তাদের শরণাপন্ন হন।

শিল্পী ৯০ দশকে বাংলাদেশ বেতারে অডিশন দেন।
২০০০ -এ এসে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) -তে সঙ্গীত পরিবেশ করেছেন।

শিল্পীর বর্তমান নিবাসঃ কুমারগাড়া (ঘোষপাড়া মোড়), বিসিক, কুষ্টিয়া, বাংলাদেশ।
শিল্পীর জন্মস্থানঃ ভারতের নদীয়া জেলার অন্তর্ভুক্ত গলায়দড়ি গ্রামে।
শিল্পীর পিতাও একজন সঙ্গীত প্রেমিক ছিলেন। পিতার নামঃ ইউছুপ আলী শেখ, মাতারঃ খোদেজা খাতুন,

শিল্পীঃ আয়েত আলী শেখ -এর সাথে সরাসরি যোগাযোগের মুঠোফোনঃ +0088 01713 911 183, imo number: +0088 01997 967693
e-mail address: [email protected]
4 سال پیش در تاریخ 1399/08/05 منتشر شده است.
1,934 بـار بازدید شده
... بیشتر