সমরাস্ত্র নেই ইউক্রেন আর্মির বিদেশীরা চলে যাচ্ছে

BD Views infotainment
BD Views infotainment
473.3 هزار بار بازدید - 2 سال پیش - #bd_views_infotainment
#bd_views_infotainment#Bangladesh#
BD VIEWS INFOTAINMENT is one of the best YouTube feature channels in Bangladesh. This channel will provide you Art show Lal golap, defence & diplomacy update.  

Please don't forget to subscribe to this channel.


#সমরাস্ত্র নেই ইউক্রেন আর্মির বিদেশীরা চলে যাচ্ছে
#ইউক্রেন আর্মি বলেছে, সেভারডোনেটস্ক শহরের ইউক্রেন সেনাদের যুদ্ধবন্দী হিসেবে  গ্রেফতার করতে চায় রাশিয়া। ইউক্রেনে পৌছেছে আরো ভারী অস্ত্র। মধ্যাঞ্চলে রাশিয়ার হামলায় পশ্চিমা অস্ত্র ডিপো ধ্বংস। অস্ত্র সঙ্কটে ইউক্রেন আর্মি। ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনের শরনার্থীদের জন্য সুযোগ সুবিধা কমানে হচ্ছে।  জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জেলেনস্কি সঠিক পদক্ষেপ নিলে ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত।
জেনারেল স্টাফ অব ইউক্রেন আর্মড ফোর্সেস রোববার জানিয়েছেন সেভারডোনেটস্কে রাশিয়ান আর্মির প্রধান লক্ষ্য এখন ইউক্রেন সেনাদের ঘেরাও করে গ্রেফতার করা। সে লক্ষ্যে অগ্রসর হচ্ছে রাশিয়ান আর্মি। তিনি বলেন, শহরে রাশিয়ান আর্মির মিসাইল হামলা চলছে। শহরে ১৫ হাজারের মত বেসামরিক লোক আটকা পড়েছে । রাশিয়ান অবিরাম মিসাইল হামলার কারনে তাদের উদ্ধারে কোন পদক্ষেপ নেয়া যাচ্ছে না।  সেভারডোনেটস্ক প্রশাাসক ওলেকসান্দর স্ট্রিয়াক বলেছেন, বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারনে শহরে পানি সঙ্কট দেখা দিয়েছে।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভ যুদ্ধক্ষেত্র সফর করেছেন। এসময় তিনি যুদ্ধরত ইউক্রেন সেনাদের সাথে সাক্ষাত করেন। সফরের সময় শহরটি রক্ষায় উপযুক্ত পদক্ষেপ গ্রহনের ব্যর্থতার কারনে তিনি খারকিভের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেন । যুদ্ধ শুরুর পর এই প্রথম রাজধানী কিয়েভের বাইরে কোন  অঞ্চল সফর করলেন জেলেনস্কি।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন ইউক্রেন যুদ্ধ এড়ানো যেতো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি রাশিয়ার উদ্বেগ কমাতে আগে কিছু পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে এ যুদ্ধ হত না। লন্ডনের দি ইকনোমিস্ট ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে এ মত প্রকাশ করেন শিনজো আবে।

সুযোগ সুবিধা কমানো হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নেয়া ইউক্রেন শরনার্থীদের। জার্মানি জানিয়েছে আগামী মাস থেকে তারা আর ইউক্রেন নাগরিকদের ফ্রি রেল ভ্রমনের সুযোগ দেবে না। গত মার্চ মাস থেকে জার্মানির সব বড় বড় শহরে ইউক্রেনের শরনার্থীরা ফ্রি রেল ভ্রমনের সুযোগ পেয়ে আসছে। সেটি এখন বন্ধ করতে যাচ্ছে জার্মানি। তবে যারা নতুন আসবে কেবল তাদেরকে কিছু দিন ফ্রি ভ্রমনের সুযোগ দেবে জার্মানি। জার্মান সরকার জানিয়েছে জুন মাস থেকে ইউক্রেন শরনার্থীদের মাসিক আর্থিক ভাতা দেয়া হবে। এর মাধ্যমে তারা নিজেরা টিকেট কিনে ভ্রমন খরচ বহন করতে পারবে। জার্মানি  ছাড়া বুলগেরিয়া, চেক রিপাবলিক, পোল্যান্ড এবং সুইডেনও ইউক্রেন শরনার্থীদের ফ্রি ভ্রমন সুবিধা রহিত করেছে। পোল্যান্ড জানিয়েছে শুধু বয়স্ক ব্যক্তি,  নারী এবং অক্ষম ইউক্রেনিয়ান শরনার্থীদের জন্য তারা ভ্রি ভ্রমনের সুযোগ রাখবে।

পোল্যান্ড সরকারের পক্ষ থেকে রোববার জানানো হয়েছে, দেশটি  ইউক্রেনে ১৮টি সেফল প্রপেল্ড হাউইজার পাঠিয়েছে। ফ্রান্স বলেছে তারাও ইউক্রেনে পাঠানো শুরু করেছে সেলফ প্রপেল্ড হাউইজার । যুক্তরাষ্ট্রের পাঠানো সেলফ প্রপেল্ড হাউইজার ইউক্রেনে পৌছেছে চলতি সপ্তাহে। এদিকে পোল্যান্ড যুক্তরাষ্ট্র থেকে ৫শ হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম কিনতে যাচ্ছে। পোল্যান্ডের প্রতিরক্ষা  মন্ত্রনালয় থেকে চলতি সপ্তাহে এ ঘোষণা দেয়া হয়েছে। এর খরচ হবে ৪১৪ মিলিয়ন ডলার। ২০২৩ সাল থেকে লকহিড মার্টিন নির্মিত এসব রকেট সিস্টেম ডেলিভারি পাবে পোল্যান্ড। এ ছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ৬টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কেনারও ঘোষণা দেয় পোল্যান্ড।

ইউক্রেনে নিয়মিত মাল্টি বিলিয়ন ডলারের পশ্চিমা অস্ত্র পাঠানোর পরও অস্ত্র সঙ্কটে ভুগছে ইউক্রেন আর্মি। বিদেশী এবং স্বেচ্ছাসেবক যেসব যোদ্ধা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে তাদের অস্ত্র দিতে পারছে না ইউক্রেন আর্মি।
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যোগ দিয়েছে অনেক মার্কিন নাগরিক। তাদের অনেকে দেশে ফিরে গেছেন অস্ত্র এবং উপযুক্ত সুরক্ষা ব্যবস্থার অভাবে। ওয়াশিংটন পোস্টে ইউক্রেন ফেরত কয়েকজন আমেরিকান যোদ্ধার সাক্ষাতকার প্রকাশিত হয়েছে। তাতে তারা তীব্র হতাশা প্রকাশ করে বলেছেন,  যে আকাঙ্খা নিয়ে তারা ইউক্রেনের জন্য যুদ্ধে যোগ দিয়েছিলেন বাস্তবতার সাথে তার কোন মিল নেই।

#ইউক্রেন,#রাশিয়া.#খারকিভ,#খারসন,#মারিওপুল,#ওডেসা,#জেলেনস্কি,#পুতিন,#ল্যাভরভ,#শোইগু,#লুহানস্ক,#ডোনেটস্ক,#সেভারোডোনেটস্ক,#জাপান,#শিনজোআবে,#ইউরোপ,#ন্যাটো,#বুলগেরিয়া,#চেক,#জার্মানি,#ফ্রান্স,#আমেরিকা,#বাইডেন,#এরদোয়ান,#চীন,#পোল্যান্ড,#সুইডেন,#মলডোভা,#



ANTI-PIRACY WARNING
---------------------------------------
This content's Copyright is solely owned by BD Views Infotainment. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the material
2 سال پیش در تاریخ 1401/03/09 منتشر شده است.
473,361 بـار بازدید شده
... بیشتر