Bisinda Nachan Chandi Hill, Bankura

Nirmalya on wheels
Nirmalya on wheels
61.7 هزار بار بازدید - 4 سال پیش - #bisinda
#bisinda#nachan#chandi#hill#g.ghanti#bankura#new#spot#adventure#tourism#
প্রিয় বন্ধুরা,
আজকের এই ভিডিও তে তুলে ধরলাম বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের অন্তর্ভুক্ত "বিশিন্দা পাহাড় ও মা নাচন চন্ডির মন্দির"। বাঁকুড়া টাউন থেকে দূরত্ব ৩২ কিলোমিটার। জি ঘাঁটি,মেজিয়া, দুর্লভপুর গামী বাসে উঠে জি ঘাঁটি বাজারের কাছে লক্ষনপুর মোড়ে নেমে আরও প্রায় ১০ কিলোমিটার। টোটো বা অন্য কোন গাড়ি ভাড়া করে আসতে পারেন এই জায়গায়। বাস ভাড়া পড়বে ২৫ টাকা থেকে ৩০ টাকা। ট্রেন যোগাযোগ নেই। নিজের গাড়ি নিয়ে আসাই সুবিধাজনক। মোট ৮৫ টা সিঁড়ি ভেঙে মা চন্ডির থানে পৌঁছবেন, পথে পড়বে শিব বাবা কেদারনাথ ও বজরংবলী। পাহাড়ের চূড়ায় ওঠার সিঁড়ি নেই। ট্রেক করে উঠতে হবে। হিলটপ থেকে দূরের শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় দেখা যায়। আগে নাকি এই পাহাড়ের গুহায় বাঘ থাকতো। খুব বড়ো বড়ো পাথরে ঘেরা একটা জায়গা - অনেকটা গুহার মতো এখনও বর্তমান। দোল পূর্ণিমার সময় তিন দিন ধরে মেলা বসে। পলাশের বনে যেন আগুন লেগে যায়। সেই সময়ও এখানে বেড়াতে আসতে পারেন। পর্যটকদের জন্য গেষ্ট হাউজ আছে। দুটো বড়ো বড়ো রুম আছে। এটাচড বাথ। কেয়ারটেকার ও রান্নার লোক আছে। রুম বুকিং এর জন্য জীতেন বাবুর সাথে যোগাযোগ করতে পারেন। আনুমানিক খরচ খরচা ফোন করে জেনে নিন। প্রয়োজনে অন্যদের সাথেও কথা বলে নিতে পারেন। প্রত্যেকের ফোন নং ভিডিও তে দেওয়া আছে, দেখে নেবেন। ফ্যামিলি বা বন্ধু বান্ধবী নিয়ে আসুন, উপভোগ করুন বর্ষার বিশিন্দা পাহাড়কে। আনন্দ ফূর্তি করুন। কোন বিধি নিষেধ নেই, তবে লিমিটের মধ্যেই থাকুন। স্থানীয় মানুষ জন খুবই সহজ সরল এবং সহযোগী। কোন অসুবিধা নেই। বাইক expedition এর আদর্শ জায়গা। যাঁরা নির্জনতা ভালোবাসেন  তাঁদের ভালো লাগবেই। তাহলে আর দেরি কেন বন্ধু? বেড়িয়ে পড়ুন। আর হ্যাঁ, ফোন করে অবশ্যই জানিয়ে রাখুন আপনার ডিনারের মেনু এখানকার বিখ্যাত দেশী মুরগীর ঝোল ভাত। ওঃ ....  বৃষ্টিঝরা রাতে .... জমে দই এক্কেবারে .......
ধন্যবাদ। নমস্কার।। শুভেচ্ছান্তে,
Nirmalya on wheels
4 سال پیش در تاریخ 1399/04/11 منتشر شده است.
61,754 بـار بازدید شده
... بیشتر