কোরআনের তাফসীর

Al Amin Islamic culture
Al Amin Islamic culture
133 بار بازدید - 3 ماه پیش - وَ كُلُّ شَیۡءٍ فَعَلُوۡهُ فِی
وَ كُلُّ شَیۡءٍ فَعَلُوۡهُ فِی الزُّبُرِ ﴿۵۲﴾ আর তারা যা করেছে, সব কিছুই ‘আমলনামায়’ রয়েছে। আল-বায়ান তারা যা কিছু করেছে তা আছে ‘আমালনামায়, তাইসিরুল তাদের সমস্ত কার্যকলাপ আছে ‘আমলনামায়, মুজিবুর রহমান And everything they did is in written records. Sahih International ৫২. আর তারা যা করেছে সবকিছুই আছে আমলনামায়। তাফসীরে জাকারিয়া (৫২) তারা যা কিছু করেছে, তার প্রত্যেকটাই আমল-নামায় (লিপিবদ্ধ) আছে। [1]হাশরের ময়দানে কতককে তার ডান হাতে আমলনামা দেয়া হবে আর কতককে বাম হাতে। ডান হাতে আমলনামা দেয়ার অর্থ হবে তার হিসাব-নিকাশ অত্যন্ত পরিষ্কার। একজন সৎ ও সত্যনিষ্ঠ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। অধিকতর সম্ভাবনা হলো, আমলনামা দেয়ার সময়ই সৎ ও সত্যনিষ্ঠ মানুষগুলো নিজেরাই ডান হাত বাড়িয়ে আমলনামা গ্রহণ করবে। কারণ মৃত্যু থেকে হাশরের ময়দানে উপস্থিত হওয়ার সময় পর্যন্ত তার সাথে যে আচরণ করা হবে তাতে তার মনে এতটা আস্থা ও প্রশান্তি থাকবে যে, সে মনে করবে আমাকে এখানে পুরস্কার দেয়ার জন্য হাজির করা হচ্ছে। একজন মানুষ সৎ ও সত্যনিষ্ঠ মানুষ হিসেবে পরপারে যাত্রা করছে, না অসৎ ও পাপী হিসেবে যাত্রা করছে মৃত্যুর সময় থেকেই তার কাছে স্পষ্ট হয়ে যাবে। মৃত্যুর সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজন নেককার মানুষের সাথে সম্মানিত মেহমানের মতো আচরণ করা হয়। কিন্তু একজন অসৎ ও বদকার মানুষের সাথে আচরণ করা হয় অপরাধে অভিযুক্ত কয়েদির মতো। এরপর কিয়ামতের দিন আখিরাতের জীবনের সূচনালগ্ন থেকেই নেককার মানুষের জীবন যাপনের ধরন-ধারণাই পাল্টে যায়। একইভাবে কাফের, মুনাফিক ও পাপীদের জীবন যাপনের ধরন ভিন্নরূপ হয়ে যায়।
3 ماه پیش در تاریخ 1403/04/04 منتشر شده است.
133 بـار بازدید شده
... بیشتر