অদল -বদল - অদল -বদল গল্পের ভূমিকা ও সারাৎসার Class 10 Bengali | Tutopia

Tutopia Class 10
Tutopia Class 10
11.8 هزار بار بازدید - 2 سال پیش - এই পর্বে আমরা জানবো ,গুজরাটি
এই পর্বে আমরা জানবো ,গুজরাটি ভাষার লেখক পান্নালাল প্যাটেলের সংক্ষিপ্ত জীবন ও তাঁর রচিত ' অদল -বদল ' গল্প সম্বন্ধে কিছু কথা। এই গল্পটি মূলত একটি অনুবাদমূলক গল্প। দুই ভিন্নসম্প্রদায় কিশোর অমৃত ও ইসাবের মধ্যেকার খাঁটি ভালোবাসায় ' অদল -বদল ' গল্পের মুখ্য বিষয়। দুই বন্ধুর পারিবারিক প্রেক্ষাপট থেকে শুরু করে নতুন জামা পর্যন্ত সব কিছুই একরকম। হোলির দিন তারা একইরকম জামা পড়ে রাস্তায় বের হলে গ্রামে কিছু দুষ্টু ছেলের চোখে পড়ে যায়। তারপর মারামারিতে ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় বাড়ির বড়োদের মারের হাত থেকে বাঁচতে তারা একে অপরের জামা বদলে ফেলে। দুই বন্ধুর এই লেনদেনের দৃশ্য ইসাবের বাবা দেখেও ফেলেন। অমৃতের কথায় ইসাবের বাবা বুঝতে পারেন মাতৃহীন ইসাবকে শুধু শাসন নয় ,মাতৃসুলভ মমতাও দেওয়া দরকার। তিনি ছেলে দুটিকে কাছে টেনে নিয়ে অমৃতের মা ও পাড়াপড়শিকে ডেকে তাদের গল্প শোনান। এই পারস্পরিক ভালোবাসার কাহিনি সকলের মুখে মুখে ছড়িয়ে গ্রামপ্রধানের কানেও পৌঁছে যায়। তারপর এর পরিণতি কী হয় জানতে দেখতে হবে ' অদল বদল ' গল্পের এই পর্বটি। #class10bengali #tutopia #tutopialearningapp #wbbse
2 سال پیش در تاریخ 1401/09/09 منتشر شده است.
11,808 بـار بازدید شده
... بیشتر