গান্টার স্কেল দিয়ে কিভাবে নকশা থেকে জমি পরিমাপ করবেন!

BD LAND MEASUREMENT AND TRANING INSTITUTE
BD LAND MEASUREMENT AND TRANING INSTITUTE
961 بار بازدید - 2 ماه پیش - ভর্তি চলছে!      
ভর্তি চলছে!                                               ভর্তি চলছে!!
৩ মাস/ ৬ মাস আমিনশীপ কোর্সে ভর্তি চলছে!
এখানে কেন ভর্তি হবেন?
১. ঢাকার ভিতর আশুলিয়ার আমরাই কুমিল্লার ময়নামতির একমাত্র প্রতিষ্ঠান যা কিনা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত।
২. সর্বসাধারনের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে আপামর জনতার সাহায্যে এগিয়ে এসেছে। সময়ের সাথে ও সময়ের দাবি পুরনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বেসরকারি ভাবে পরিচালনা করার পর ছাত্রছাত্রীদের দাবীর পরিপ্রেক্ষিতে এবং সরকারী চাকরীর চাহিদা পুরনের লক্ষে অত্র প্রতিষ্ঠান কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১২ বছর ধরে কাজ করছে।
৩. কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর ৯ম পরিচালক জনাব মোঃ মাসুদ আলম প্রতিষ্ঠানটিকে কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন করেন এবং সুনামের সাথে পরিচালনা করছেন। তার হাত ধরে কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সমগ্র বাংলাদেশে বিস্তার লাভ করেছে।
বিস্তারিত জানতে: কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
সার্ভেয়ার মোঃ বেলাল উদ্দিন মন্ডল এম. এ (Eng & IHC)
  জং এন্ড সন্স মার্কেট(আশুলিয়া কলেজের র্পূব পাশে), আশুলিয়া বাজার, সাভার, ঢাকা-১৩৪১। কন্টাক্ট:০১৯৪৭-৩৫৩৭৯৭, ০১৯১৪০৩১০৭৫

বন্ধুরা আশাকরি আমাদের টিউটরিয়ালটি বুঝতে পারছেন। তারপরও গান্টার স্কেল সম্পর্কে কারও কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ডিজিটাল আমিন বা সার্ভেয়ার হওয়ার জন্য আমাদের এখানে ৩ মাস/ ৬ মাস মেয়াদি কোস করানো হয়। তাছাড়া অটোক্যাড ও টোটাল ষ্টেশনের কাজ শিখানো হয়। ঢাকার মধ্যে আমরাই কুমিল্লা ময়নামতির একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান। এখান থেকে সরাসরি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬ মাস মেয়াদি আমিনশীপ পরিক্ষা দিয়ে সনদ অর্জন করা যায়।
2 ماه پیش در تاریخ 1403/03/07 منتشر شده است.
961 بـار بازدید شده
... بیشتر