3 Creating the Block

Code For Food
Code For Food
3.4 هزار بار بازدید - 6 سال پیش - ব্লকচেইন টেকনোলজি বেশ কয়েকবছর ধরেই
ব্লকচেইন টেকনোলজি বেশ কয়েকবছর ধরেই অনেক বেশি শোনা একটি বিষয়। বিটকয়েন এর পর থেকে শুরু করে এখন কিছুদিন আগ পর্যন্ত অনেক বেশি কনফিউশন থাকলেও বর্তমানে অনেক বড় বড় প্রতিষ্ঠান এই টেকনোলজি বিভিন্ন ভাবে কাজে লাগাচ্ছে এবং ব্লকচেইন ব্যাবহার করে বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে। আসছে দিনগুলোতে এর ব্যবহার আরও বাড়বে বলা যায়। তাই, ছোট্ট এই কোর্সে আমরা একটি খুব সহজ একটি ব্লকচেইন তৈরি করার মাধ্যমে চেষ্টা করব কনসেপ্টগুলো বুঝতে এবং আমাদেরকে আরও আগ্রহী করে তুলতে।

আপকামিং কোর্সের লিংকঃ https://www.udemy.com/blockchain-for-...

এই কোর্সটি কার জন্য ?

ব্লকচেইন নিয়ে আগ্রহ থাকতে হবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপুর্ণ।

যেহেতু কোর্সে কোড করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হবে, তাই জাভাস্ক্রিপ্ট এর জ্ঞান থাকা জরুরি।

আগে থেকে ব্লকচেইন কি সেটা নিয়ে ধারনা থাকা প্লাস, তবে না থাকলেও চলবে।

কোর্স শেষে কি শিখব ?

ব্লকচেইন কিভাবে কাজ করে।

কি কি জিনিস ব্লকচেইন এর সাথে জড়িত।

কিভাবে ব্লকচেইন খুব সহজেই লিখে ফেলা যায়।

ইন্সট্রাক্টরের পরিচয় ?

হ্যালো, আমি নওশাদ। পেশায় একজন সফটওয়্যর ইঞ্জিনিয়ার এবং একজন টেকনোলজি নিয়ে আগ্রহী মানুষ। নিজের শিখতে ভাল লাগে এবং নলেজ শেয়ার করতে ভাল লাগে। কারণ আমি মনে করি শেয়ার করতে গিয়ে নিজেও ভাল ভাবে শেখা সম্ভব, ঠিক যেমন এই কোর্সটি করার আগে আমি নিজেও তেমন একটা ভাল জানতাম না ব্লকচেইন নিয়ে। কিন্তু টিউটোরিয়াল বানাতে বানাতে আমি নিজেও অনেক কিছু শিখেছি এবং বুঝেছি। আশা করি আপনারও ভাল লাগবে :)

Inspired by: Simply Explained - Savjee
6 سال پیش در تاریخ 1397/10/19 منتشر شده است.
3,496 بـار بازدید شده
... بیشتر