কে ছিলেন সাদি মহম্মদ | Who was Sadi Mohammad | Biography | Information |

Open T School
Open T School
37.2 هزار بار بازدید - 6 ماه پیش - কে ছিলেন সাদি মহম্মদ |
কে ছিলেন সাদি মহম্মদ | Who was Sadi Mohammad | Biography | Information |

Sadi Mohammad was a Bangladeshi Rabindra Sangeet singer and composer. He served as the director of the cultural organization, Rabi Raag.

Mohammad completed his bachelor's and master's in Rabindra Sangeet from the Visva-Bharati University.

In 2007, Mohammad debuted as a music composer when he released the album Amakey Khujey Pabey Bhorer Shishirey. He released the albums Srabon Akashey in 2009 and Sharthok Janom Amar in 2012.
Shibli, his younger brother.

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক সাদি মহম্মদ। আজ বুধবার সন্ধ্যায় মারা গেছেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।বাবা-মায়ের ইচ্ছা অনুযায়ী ১৯৭৩ সালে বুয়েটে ভর্তি হয়েছিলেন সাদি মহম্মদ। সাদী মোহাম্মদ বাবার নাম শহীদ সলিমুল্লাহ। ১৯৭১ সালে মোহাম্মদপুরের তাজমহল রোডের সি-১২/১০ বাড়িটি ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম সূতিকাগার। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা সলিম উল্লাহর বাড়িতে নিয়মিত বৈঠকে আসতেন দলের শীর্ষ নেতারা, আসতেন বঙ্গবন্ধুপুত্র শহীদ শেখ কামালও। ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমুল্লাহকে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়েছে।
বাবা-মায়ের ইচ্ছা অনুযায়ী, ১৯৭৩ সালে বুয়েটে ভর্তি হয়েছিলেন সাদী । সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা শুরু করেন। কিন্তু সেখানে তিনি মন বসাতে পারেননি। বরং গানটাই তাকে টানত। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াকালীন ১৯৭৫ সালে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে শান্তিনিকেতনে যান সংগীতে পড়াশুনা করতে। বিশ্বভারতী থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ফিরে আসেন।
সেই থেকে শুরু পথচলা।

রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানসহ সাদি মহম্মদের প্রকাশিত মোট অ্যালবামের সংখ্যা ষাটটিরও বেশি। ২০১৫ সালে তিনি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মধ্য দিয়ে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার শ্রাবণ আকাশে ও ২০১২ সালে তার সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়।রবীন্দ্র ও আধুনিকসহ তার মোট ৬৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত আছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কয়েকবছর আগে ‘সেদিন আকাশে মেঘ ছিল’ শিরোনামে একটি গান গেয়েছিলেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সা-দী মোহাম্মদ। গানটি লিখেছেন অধ্যাপক ড. আবু সাঈদ ও সুর করেছেন সা-দী মোহাম্মদ নিজেই।
২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমী তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে। এছারাও নবম প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা-২০১৮ পেয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সা-দী মোহাম্মদ। ৬ মে টোকিওতে এক জাঁকজমক আয়োজনের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।বাংলাদেশের সঙ্গীত ভুবনে তিন যুগেরও বেশি সময় ধরে অবদান রাখায় তাকে এই সম্মাননা দেয়া হচ্ছে।
সাদি মহাম্মদের ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন নৃত্যশিল্পী।

#sadi #biography #opentschool #sadimohammad
6 ماه پیش در تاریخ 1402/12/24 منتشر شده است.
37,297 بـار بازدید شده
... بیشتر