গরুর জিংক সিরাপ, লিভারটনিক, ক্যালসিয়াম খাওয়ালে কি লাভ জেনে নিন | cow livertonic | zinc syrup

Krishi Plus কৃষি প্লাস
Krishi Plus কৃষি প্লাস
70.3 هزار بار بازدید - 3 سال پیش - জিস ভেট খাওয়ার নিয়ম এটি
জিস ভেট খাওয়ার নিয়ম এটি একটি লিকুইড ফিড সাপ্লিমেন্ট। যেকোন খাবারের সাথে মিশিয়ে খাওয়নো যায় এবং সরাসরিও খাওয়ানো যায়। রোগের চিকিৎসায় অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ ক্রমে গরুর ওজন ও বয়স বিবেচনায় খাওয়াতে হবে।জিঙ্ক কি ?? জিংক একটা ধাতব পদার্থ এবং একই সাথে গরুর জন্য প্রয়োজনীয় একটা ট্রেস মিনারেল। ট্রেস মিনারেলস এই জন্য বলা হয় কারণ গরুর শরীরে এটা খুব সামান্য মাত্রায় দরকার হয়। কিন্তু পরিমানে কম হলেও গরুর শরীরবৃত্তীয় কাজে এটার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। হল্যান্ড সরকার এবং ওয়েজেনিনজেন বিশ্ববিদ্যালয় এর এক যৌথ গবেষণায় বলা হয়েছে ৪০ লিটার দুধ দেয় এরকম একটা গভীর দৈনিক ৩২ মিলিগ্রাম জিঙ্ক দরকার হয় যার বেশিরভাগ গরু ঘাস থেকে পেয়ে থাকে। কিন্তু যেসব গরুকে সঠিক মাত্রায় পর্যাপ্ত পুষ্টিকর ঘাস দেয়া সম্ভব হয়না এবং দুধের পরিমান বেশি হয়, সেইসব গরুকে বাইরে থেকে খাদ্যের উপাদান হিসাবে বাড়তি জিংক সরবরাহ করা হয়। জিংক কেন প্রয়োজন ?? জিংক গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা করে, কোষের গঠন ঠিক রাখে। জিংক স্বল্পতায় গরু ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। এছাড়া জিংক এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো স্বাদের অনুভূতি ঠিক রাখে এবং খাদ্যের প্রতি চাহিদা ধরে রাখে। জিংক স্বল্পতায় গরু খাদ্য খাওয়ার রুচি কমে যায়। জিংক এর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো চামড়ার গঠন ঠিক রাখে যার ফলে গরু দেখতে সুন্দর হয় এবং ত্বকের রোগ থেকে রক্ষা পায়। গবাদিপশুর লিভার টনিক পরিচিতি বা নাম বাজারে অনেক ধরনের টনিক পাওয়া যায়। এখানে কিছু লিভার টনিকের নাম উল্লেখ করা হলো- Hepamin forte (Alanco) Super Liv (Aci) Hepato vet (Acmi) Livatone (Globe) Renaliv (Renata) Hepa Amain (Aci) Liva-Vet (Square) এখন পছন্দ আপনার। বুদ্ধিমানের কাজ হবে একজন রেজিষ্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া। গাভীকে কতটুকু ক্যালসিয়াম খাওয়ানো প্রয়োজনঃ সহজভাবে বলা যায়, যদি একটি গাভী ৫০০ কেজি ওজনের হয় এবং ২০ থেকে ২৫ লিটার দুধ দেয়, আর ফ্যাট ৪.৫% এবং প্রোটিন ৩.৫% হয় তাহলে খাদ্যে দৈনিক ১০০ থেকে ১০৭ গ্রাম ক্যালসিয়াম রাখতে হবে। ... ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারলে গাভী পালনে লাভবান গাভী পালনের ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে অনেক সময় গাভী সঠিকভাবে দুধ উৎপাদন করতে পারে না। ফলে খামারিরা ক্ষতির সম্মুক্ষিন হয়ে থাকেন। গাভীকে যত ভাল খাবারই দেওয়া হোক না কেন ক্যালসিয়ামের অভাব থাকলে তা কোন কাজে আসবে না। বিশেষ করে গর্ভবতী গাভী ও দুধ উৎপাদনকারী গাভীর শরীরে ক্যালসিয়ামের অভাব থাকলে গাভীর উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে ও দিন দিন গাভী দুর্বল হয়ে পড়বে। তবে যে পরিমাণে ক্যালসিয়াম গাভীকে দেওয়া লাগবে তা নিবে দেওয়া হল-  গবেষকদের তথ্য অনুযায়ী, গাভীর খাদ্যের Dry Matter (DM) এর ০.৬% ক্যালসিয়াম থাকা প্রয়োজন। তবে তা কোন ভাবেই ১% এর উপরে হওয়া যাবে না।  সহজভাবে বলা যায়,  যদি একটি গাভী ৫০০ কেজি ওজনের হয় এবং ২০ থেকে ২৫ লিটার দুধ দেয়, আর ফ্যাট ৪.৫% এবং প্রোটিন ৩.৫% হয় তাহলে খাদ্যে দৈনিক ১০০ থেকে ১০৭ গ্রাম ক্যালসিয়াম রাখতে হবে। এবার আপনার নিজের খামারের গাভীর জন্য কতখানি প্রয়োজন তা একটু হিসাব করে নিতে হবে। গাভীর দৈনন্দিন খাবারে ক্যালসিয়ামের সাথে সাথে ফসফরাস, ম্যাগনেশিয়াম, ভিটামিন-ডি, প্যারাথাইরয়েড হরমোন ইত্যাদি সঠিকভাবে প্রয়োগ করতে হবে।  খামারে গাভীর ক্যলসিয়ামের অভাব পূরণ করতে পারলে অন্যান্য অনেক সমস্যাই দূর হয়ে যাবে। গাভীর দুধ উৎপাদন থেকে শুরু করে খামারের উন্নতিতে ক্যলসিয়ামের রয়েছে বিশেষ ভূমিকা। ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারলে গাভী পালনে লাভবান হওয়া অনেক সহজতর হয়ে যাবে।  #গরুর_জিংক_সিরাপ #গরুর_লিভারটনিক #গরুর_ক্যালসিয়াম This is a liquid feed supplement. It can be mixed with any food and can be fed directly. Treatment of the disease must be done on the advice of a registered veterinarian, taking into account the weight and age of the cow. What is zinc? Zinc is a metallic substance and at the same time for cattle A necessary trace mineral. These are trace minerals It is called for because it is very small in the body of the cow Is needed. But even if the amount is less, the cow is physiological Its role in the work is very important. A joint study by the Dutch government and the University of Wageningen found 40 liters of milk #cow_livertonic #cow_calcium
3 سال پیش در تاریخ 1400/09/02 منتشر شده است.
70,304 بـار بازدید شده
... بیشتر