টার্ম পেপার (Term Paper) কীভাবে তৈরি করতে হয়? প্রত্যয়ন পত্র, ঘোষণা পত্র, কৃতজ্ঞতা স্বীকার

LSP Explorer
LSP Explorer
44.7 هزار بار بازدید - پارسال - #মাস্টার্স_শেষ_পর্বের_টার্ম_পেপার
#মাস্টার্স_শেষ_পর্বের_টার্ম_পেপার #MA_Final_Year_Term_Paper #গবেষণমূলক_লেখা যা একাডেমিক টার্ম বা নির্দিষ্ট শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বারা লেখা হয়। একটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। A #term_paper is a research paper written by students over an academic term. It is a major written #assignment in the course. কীভাবে তৈরি করতে হয় ? কমপক্ষে ৩০০০ শব্দের লেখা হতে হবে। (২৫ থেকে ৩০ পৃষ্ঠা) A4 সাইজের সাদা কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে। আকর্ষনীয় কভার পৃষ্ঠা থাকতে হবে। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে নিজ হাতে লিখতে হবে। টেপ বাইন্ডিং করতে হবে (স্পাইরাল করা যাবেনা) #প্রত্যয়ন_পত্র প্রত্যয়ন করা যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্তির লক্ষ্যে #রাজশাহী_কলেজ, ইতিহাস বিভাগের অধীনে টার্ম পেপার গবেষক সুবর্ণ সরকারের দাখিলকৃত ‘আবুল ফজলের ইতিহাস দর্শন’ এই টার্ম পেপারটি আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে লিখিত হয়েছে। আমি এই টার্ম পেপারের চূড়ান্ত কপিটি পাঠ করেছি এবং মাস্টার্স ডিগ্রি লাভের উদ্দেশ্যে উপস্থাপন করতে অনুমোদন করছি। #ঘোষণা_পত্র আমি ঘোষণা করছি যে, ‘আবুল ফজলের ইতিহাস দর্শন’ শীর্ষক টার্ম পেপারটি সম্পূর্ণ রূপে আমার নিজস্ব, একক ও মৌলিক গবেষণা কর্ম। জাতীয় বিশ্ববিদ্যালইয়ের পাঠ্যসূচি অনুযায়ী মাস্টার্স ডিগ্রীর জন্য দাখিলকৃত এই টার্ম পেপারটি অন্য কোন বিশ্ববিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে কোন প্রকার ডিগ্রী বা প্রকাশনার জন্য আমি উপস্থাপন করি নাই। #কৃতজ্ঞতা_স্বীকার সর্বপ্রথম আমি পরম করুণাময়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাকে গবেষণা কার্যটি সম্পন্ন করার শক্তি ও সামর্থ্য দিয়েছেন। অতঃপর কৃতজ্ঞতা প্রকাশ করছি ইতিহাস বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের প্রতি। তবে এই গবেষণা কার্যটি সম্পন্ন করতে সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করায় আমি আমার টার্ম পেপারের তত্ত্বাবধায়ক শ্রদ্ধেয় শিক্ষক ড. মোঃ হাবিবুর রহমান মহোদয়ের এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি টার্ম পেপার সম্পন্ন করতে আমাকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করার জন্য। আমি বিশ্বাস করি স্যারের দিকনির্দেশনা টার্ম পেপার কার্যটি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি স্যারের সর্বময় মঙ্গল কামনা করছি। #সার_সংক্ষেপ
پارسال در تاریخ 1402/04/01 منتشر شده است.
44,702 بـار بازدید شده
... بیشتر