বর্তমান চলিত কালে রবের বিশেষ বার্তাবাহক রসুল এবং বিশেষ খবরদাতা নবীদের সম্পর্কে আল কোরআন কি বলছে

Dr. AQM Mahboobullah Jessory
Dr. AQM Mahboobullah Jessory
5.5 هزار بار بازدید - پارسال - ইসলামের রাব্বানী তন্ত্রের বিপরীত ব্যবস্থা
ইসলামের রাব্বানী তন্ত্রের বিপরীত ব্যবস্থা হলো গনতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ও মোল্লাতন্ত্র। এসব মানব রচিত ব্যবস্থা মেনে নিয়ে মুসলিম দাবী করার অধিকার ইসলাম কাউকে দেয় নি।
ব্যক্তি গত ভাবে কাউকে আঘাত করা এটা ইসলামে নিষিদ্ধ, আল্লাহর সার্বভৌমত্ব তথা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা রবের মুসলিমদের কাজ।
সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে সকল ধরনের ইসলাম বিরোধী কর্মকান্ড পর্যায় ক্রমে বন্ধ হয়ে যাবে। এর আগে এ ধরনের সমস্যা নিয়ে শিয়া সুন্নি সালাফিদের সাথে দ্বন্ধে জড়িয়ে পড়লে ইসলাম প্রতিষ্ঠার কাজ হবে না।
তবে তাদের ঈমান সম্পর্কে বুঝাতে পারেন, ঈমানের সহীহ বুঝ তাদের মধ্যে ঢুকলে অবশ্যই তারা তাদের ভুল বুঝতে পারবে।
ইসলাম প্রতিষ্ঠার বড় বাধা মোল্লাতন্ত্র। বাংলাদেশে তারা গণতন্ত্রকে বৈধতা দিয়ে জাতিকে জাহালতে ঠেলে দিয়েছে। তাদের মিথ্যা ওয়াজ নছিহতে জাতিকে ঘুমন্ত অবস্থায় রেখেছে।
(৪২/১৩) আল্লহ্‌ তোমাদের জন্যই তো সেই জীবন ব্যবস্থাই নির্ধারণ করেছেন, যে জন্য নূহকে আদেশ দান করেছিলেন। আর যা কিছু তোমার কাছে ওহীযোগে পাঠিয়েছি। আর যা কিছু আমি ইবরাহীম, মূসা ও ঈসাকে নির্দেশ দিয়েছি, সেই জীবন ব্যবস্থাকেই কায়েম রাখবে। আর তাতে তোমরা কিছুমাত্র মতভেদ (ফের্কা ও মাযহাব) সৃষ্টি করবে না। অংশীবাদী মুশরিকদের কাছে সে কথা বড়ই ভারী লাগে, যে দিকে তুমি তাদেরকে ডাকছো। আল্লহ্ উপযুক্ত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করেন, আর যে ব্যক্তি নিবিষ্ট হয়, তাকেই আল্লহ্ হিদায়াত দান করেন।
پارسال در تاریخ 1402/01/21 منتشر شده است.
5,572 بـار بازدید شده
... بیشتر