কেউ আপনাকে অপমানিত করলে কি করবেন? | Mawlana Tariq Jamil | New 2023 | Hussain 4710

Hussain 4710
Hussain 4710
13.6 هزار بار بازدید - 10 ماه پیش - কিয়ামতের দিন যারা অপমানিত হবে
কিয়ামতের দিন যারা অপমানিত হবে #tariqjameel

এখানে সেই সব মানুষের আলোচনা করা হলো, আল্লাহ যাদের অপমানিত করবেন।

১. যারা মুসলমানের সম্মান রক্ষা করে         না : যারা কোনো মুসলমানের সম্মান নষ্ট হতে দেখেও তা রক্ষায় এগিয়ে আসে না, আল্লাহ তাদের অপমান করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তির সামনে কোনো মুমিনকে অপমান করা হলো এবং সে তাকে সাহায্য করল না, অথচ সে সাহায্য করতে সক্ষম ছিল, কিয়ামতের দিন আল্লাহ সমগ্র সৃষ্টির সামনে তাকে অপমান করবেন। (মুসনাদে আহমাদ, হাদিস : ১৫৯৮৫)

২. যারা লোক-দেখানো আমল করে : যারা মানুষের প্রশংসা কুড়ানোর জন্য আমল করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের অপমান করবেন।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য বা প্রশংসার আশায় আমল করে, কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে আল্লাহ তা প্রকাশ করে দেবেন। (আল বাজ্জার, হাদিস : ২৬৫৭)

৩. অবিশ্বাসী ও মুনাফিক : কিয়ামতের দিন আল্লাহ অবিশ্বাসী ও মুনাফিকদের মিথ্যাচার প্রকাশ করে দেবেন। ফলে তারা মানুষের সামনে অপমানিত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, কিয়ামতের দিন মুমিন ব্যক্তিকে তার রবের নিকটবর্তী করা হবে।
তারপর আল্লাহ তার ওপর পর্দা ঢেলে দেবেন এবং তার পাপের ব্যাপারে তার থেকে জবানবন্দি নেবেন। তিনি প্রশ্ন করবেন, তুমি তোমার পাপ সম্পর্কে জানো? সে বলবে, হে প্রতিপালক! আমি জানি। এরপর তিনি বলবেন, তোমার এই পাপ দুনিয়ায় আমি লুক্কায়িত রেখেছিলাম। আজ তোমার এই পাপগুলো আমি মাফ করে দিলাম। এরপর তার নেকির আমালনামা তার কাছে দেওয়া হবে।
এরপর কাফির ও মুনাফিক লোকদের উপস্থিত সব মানুষের সামনে ডেকে বলা হবে, এরাই তারা যারা আল্লাহর ওপর মিথ্যারোপ করেছে। (সহিহ মুসলিম, হাদিস : ৬৯০৮)

৪. বিশ্বাসঘাতক : যারা মানুষের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে পরকালে আল্লাহ তাদের অপমান করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাস ভঙ্গকারীর জন্য পতাকা হবে।
(সহিহ বুখারি, হাদিস : ৩১৮৬)

৫. আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা বলে : আল্লাহর ব্যাপারে যারা মিথ্যাচার করে তিনি পরকালে তাদের অবমাননাকর অবস্থায় উপস্থিত করবেন। আল্লাহ বলেন, ‘যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের চেয়ে বেশি অবিচারকারী আর কে? তাদের উপস্থিত করা হবে তাদের প্রতিপালকের সামনে এবং সাক্ষীগণ বলবে, তারাই তাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যারোপ করেছিল। সাবধান! আল্লাহর অভিশাপ অবিচারকারীদের ওপর।’ (সুরা : হুদ, আয়াত : ১৮)

৬. সাক্ষ্য গোপন করা : কোনো ব্যক্তি যখন সাক্ষ্য গোপন করে এবং এর মাধ্যমে মুসলমানের অধিকার নষ্ট হয়, আল্লাহ পরকালে তাদের অপমানজনক শাস্তি দেবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকল বা তা গোপন করল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সবার সামনে নিজের গোশত খেতে বাধ্য করবেন। তাকে এমন অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবেন যে তার জিহ্বা ঝুলতে থাকবে। (ইতহাফুল খাইরাতিল মুহাররাহ : ২/২৯১)

৭. দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশকারী : যে পুরুষ ও নারী নিজেদের দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করে দেয় কিয়ামতের দিন তারা অপমানিত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ের, যে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং স্ত্রীও তার সঙ্গে মিলিত হয়, অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়। (সহিহ মুসলিম, হাদিস : ৩৪৩৪)

৮. সন্তান অস্বীকারকারী : নিজ সন্তানের পিতৃপরিচয় অস্বীকারকারীকে আল্লাহ অপমানিত করবেন। মহানবী (সা.) বলেন, যে ব্যক্তি জেনে-বুঝে নিজের সন্তানকে অস্বীকার করবে, আল্লাহ তাকে নিজের সাক্ষাৎ দেবেন না এবং কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে তাকে অপমানিত করবেন। (তুহফাতুল মুহতাজ : ২/৪১১)

৯. গনিমত আত্মসাৎকারী : যারা মুসলিম বাহিনীর যুদ্ধলব্ধ সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ পরকালে তাদের অপমানিত করবেন। ইরশাদ হয়েছে, ‘কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে যা সে অন্যায়ভাবে গোপন করবে, কিয়ামতের দিন সে তা নিয়ে আসবে। অতঃপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে। তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।’
(সুরা : আলে ইমরান, আয়াত : ১৬১)

১০. এক স্ত্রীর প্রতি পক্ষপাত করা : কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, তাদের ভেতর ইনসাফ ও সমতা প্রতিষ্ঠা করা আবশ্যক। কেউ সেটা না করলে পরকালে অপমানিত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তির দুজন স্ত্রী থাকা অবস্থায় তাদের একজনের প্রতি ঝুঁকে পড়ল, কিয়ামতের দিন সে পঙ্গু অবস্থায় উপস্থিত হবে। (সুনানে আবি দাউদ, হাদিস : ২১৩৩)

আল্লাহ সবাইকে কিয়ামতের দিন অসম্মানিত হওয়া থেকে রক্ষা করুন। আমিন।
.
.
.
.
.
.
.
.
ভিডিও ভালো লাগলে দয়া করে ”লাইক” ”কমেন্ট” ”শেয়ার” এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।
10 ماه پیش در تاریخ 1402/07/02 منتشر شده است.
13,636 بـار بازدید شده
... بیشتر