এমন ঈমানদার ও শোকরগুজার মা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার

Reduce Sin
Reduce Sin
88.7 هزار بار بازدید - 4 سال پیش - আপনার সামর্থ অনুযায়ী আপনার আশেপাশের,
আপনার সামর্থ অনুযায়ী আপনার আশেপাশের, অসহায় মানুষের দিকে সাহায্যের  হাত বাড়িয়ে দিন।
আপনি চাইলে Reduce Sin এর স্বেচ্ছাসেবকরা  আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত :
সাহায্য পাঠানোর জন্য 01766777444 bkash,(4রকেট),নগদ/bkash agent 01314414734 দোকানের নম্বর ) সাহায্য পাঠানোর পর ফেইসবুক পেইজে ইনবক্সে sender no +amount জানাবেন প্লিজ।  
01766777444 sms (Whatsapp)
Facebook : Facebook: Reduce.sin
Bank Account :
saiful islam saifullah A/c No: 1402201776684001, Brac Bank ,Chokoria Branch,Coxbazar  . Swift code : BRAKBDDH

হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিধবা, গরিব, অভাবী ও অসহায়দের সাহায্যের জন্য চেষ্টা-তদবির করে, সে আল্লাহর পথে ব্যস্ত ব্যক্তির সমতুল্য।
যারা গরিব-দুঃখীকে দান করেন আল্লাহ তাদের পুরস্কৃত করেন।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে বলা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদমসন্তান! তুমি (আমার অভাবী বান্দাদের জন্য) নিজের উপার্জন থেকে খরচ কর, আমি আমার ভাণ্ডার থেকে তোমাকে দিতে থাকব। (বুখারি ও মুসলিম)।

‘তোমরা কখনই কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান করবে।’ (সূরা আলে ইমরান : ৯২)

আমি এবং কোনো এতিমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জান্নাতে দুই আঙ্গুল ব্যবধানের দূরত্বে অবস্থান করব।’ (বোখারী, মুসলিম)
‘যে ব্যক্তি কোনো এতিম শিশুকে নিজের ঘরে এনে তাকে পানাহার করায়, আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করবেন, তবে শর্ত হচ্ছে, সে এমন পাপ করেনি যা ক্ষমার অযোগ্য। ’ (তিরমিজি)

রসূলুল্লাহ (সা:) বলেছেন; ‘মিসকিন সে ব্যক্তি নয়, যে লোকদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় এবং এক লোকমা, দুই লোকমা এবং একটি খেজুর, দুইটি খেজুর নিয়ে ফিরে, বরং মিসকিন সে ব্যক্তি, যার এতটুকু অর্থ নেই যে, যদ্ধারা স্বীয় প্রয়োজন মিটাতে পারে এবং তার দরিদ্র অভাব লোকেরা অনুভব করতে পারে যে, তাকে সাদকা দান করবে এবং সেও লোকদের কাছে হাত প্রসারিত করে। (বোখারী, মুসলিম)

আল্লাহ আমাদের সবাইকে অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার এবং তাদের অভাবের দিনে হাত বাড়ানোর তাওফিক দান করুন।

#ReduceSin #সদকা  #Sadaqah
4 سال پیش در تاریخ 1399/03/07 منتشر شده است.
88,756 بـار بازدید شده
... بیشتر