অতিরিক্ত নাকের ড্রপ দেয়ার ঝুঁকি Nasal Drops in Baby

MediTalk Digital
MediTalk Digital
108.6 هزار بار بازدید - 2 سال پیش - MediTalk Digital এ শিশুকে অতিরিক্ত
MediTalk Digital এ শিশুকে অতিরিক্ত নাকের ড্রপ দেয়ার ঝুঁকি নিয়ে বলেছেন নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শামীমা ইয়াসমীন / Powered By: Chopstick

আমাদের দেশেও এসব ড্রপের ব্যবহার কম নয়। শিশুর বন্ধ নাক খুলে দেওয়ার জন্য এসব ড্রপ ব্যবহার করা হলেও সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালের এক নিবন্ধে বলা হয়েছে, এসব নাকের ড্রপে লাভ তো হয়ই না, বরং এতে শিশুর ক্ষতি হতে পারে। ডা. ড্রিলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিনের একদল চিকিৎসকের গবেষণা থেকে জানা যায়, এসব নাকের ড্রপ শিশুকে দিলে অত্যধিক ঝিমুনি, পেটের সমস্যা, দ্রুত হৃদস্পন্দন, খিঁচুনি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। নাকের ড্রপগুলোর ক্ষেত্রে আরেকটি অসুবিধা হলো এগুলোর নাম এবং প্যাকেট একই দেখতে হলেও ছোট ও বড়দের ক্ষেত্রে এই ড্রপগুলোতে মাত্রার ভিন্নতা রয়েছে। তবে অনেক সময়ই অসাবধানতাবশত মাত্রা না দেখে কেনার কারণে বড়দের ড্রপ ছোটদের দিয়ে দেওয়া হয়, এতে শিশুর ক্ষতি হতে পারে। এসব কারণে এর আগে আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) দুই বছরের কম বয়সী শিশুদের জন্য এসব ড্রপ নিষিদ্ধ করেছিল।

তবে এ গবেষণায় দেখা যায়, ছয় বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও এগুলো ক্ষতিকর। তাই এখন জোর দাবি উঠছে, ছয় বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও এগুলো নিষিদ্ধ করার। নাকের ড্রপের সঙ্গে সঙ্গে শিশুর সর্দিতে যেকোনো ধরনের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধও অপ্রয়োজনীয় বলে গবেষকরা এখন মত দিচ্ছেন।

হেলথ কানাডা তাই ছয় বছরের বয়সীদের ক্ষেত্রে কফ সিরাপ ও অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ নিষিদ্ধ করেছে। অন্যান্য দেশও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
2 سال پیش در تاریخ 1401/12/11 منتشر شده است.
108,620 بـار بازدید شده
... بیشتر