পপগুরু আজম খানের জন্মদিন । Bijoy TV

BIJOY TV
BIJOY TV
5.7 هزار بار بازدید - 2 سال پیش - পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক
পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। সংগীত অঙ্গনে তিনি আজম খান নামেই পরিচিত। আজ ২৮ ফেব্রুয়ারি, এই শিল্পীর জন্মদিন। বেঁচে থাকলে আজ তার ৭২ তম জন্মদিন হত। তাঁর মাধ্যমেই উন্মোচিত হয়েছিল বাংলা পপসংগীতের এক অন্যধারা।
বাংলাদেশের রক গানের জনকের জন্ম ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনির ১০ নম্বর কোয়ার্টারে। বাবা আফতাবউদ্দিন আহমেদ, মা জোবেদা খাতুন।
তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে তিনি অংশ নেন।
১৯৭২ সালে তার ব্যান্ড উচ্চারণ দেশব্যাপী সংগীতের জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
আজম খানের গাওয়া অসংখ্য গান আজও বাঙালির হৃদয়ে ঢেউ তুলে। তার গাওয়া বেশ কিছু গান সত্তর এবং আশির দশকে ব্যাপক জনপ্রিয়তা পায়। ওরে সালেকা- ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানি, আসি আসি বলে ইত্যাদি গানগুলো এখনো মানুষের মনে জীবন্ত।
২০১১ সালের ৫ জুন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আজম খান। কিন্তু তিনি ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন তাঁর চিরস্মরণীয় গানগুলোর জন্য।

copyright © A BIJOY TV Production-2022

সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: Facebook: bijoytvlimited
Youtube: bijoytvofficial
2 سال پیش در تاریخ 1400/12/09 منتشر شده است.
5,754 بـار بازدید شده
... بیشتر