সিওপিডি রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা কতো? | Dr. Rajashish Chakrabortty | Medivoice

MediVoice Health
MediVoice Health
16.5 هزار بار بازدید - 4 سال پیش - ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)
ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) ফুসফুসের একধরনের জটিল রোগ। এতে শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়। দেশে ৪০ বছরের বেশি বয়সী মানুষের ২১ শতাংশ সিওপিডিতে ভুগছেন, যাঁদের ৬২ শতাংশই ধূমপায়ী। বর্তমানে সিওপিডিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ লাখ। এ রোগে বছরে মারা যায় প্রায় ৬৩ হাজার মানুষ। সিওপিডি একটি জটিল ও জীবনব্যাপী সমস্যা। কাজেই এ রোগ প্রতিরোধে প্রয়োজন ব্যাপক সচেতনতা। সিওপিডিতে ফুসফুসের ভেতর ক্ষুদ্র থলে বা অ্যালভিওলাইয়ের কিছু দেয়াল নষ্ট হয়ে যায়। ফুসফুসের ক্ষুদ্র নালিগুলোর স্থিতিস্থাপকতা কমে এবং নালির দেয়াল মোটা হয়ে বাতাস প্রবেশের পথ সরু হয়ে যায়। সিওপিডি শুরু হয় ধীরে ধীরে। সময়ের সঙ্গে এটি বাড়তে থাকে। মধ্যবয়সে বা বৃদ্ধ বয়সে এ রোগ দেখা দেয়। সিওপিডির লক্ষণ হলো কাশি, কফ, নিশ্বাসে শাঁ শাঁ শব্দ, দম ফুরিয়ে যাওয়া, বুকে চাপবোধ ইত্যাদি। ধূমপানের সঙ্গে এই অসুখের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ছাড়া বায়ুদূষণ, ধুলা, ধোঁয়া ইত্যাদি ফুসফুসে প্রদাহের সৃষ্টি করে, যা সিওপিডির কারণ হতে পারে। এ রোগের কারণে ফুসফুসের স্থায়ী ক্ষতি হয়, যা পুরোপুরি সারানো সম্ভব নয়। রোগীকে নানা ধরনের ইনহেলার, প্রয়োজনে বাড়িতে কম মাত্রার অক্সিজেন ব্যবহার করে জীবন কাটাতে হয়। #Dr_Rajashish_Chakrabortty #Medivoice স্বাস্থ্যখাতের ঘটনাগুলোর নিরপেক্ষ বর্ণনা ও সত্যটা জানতে মেডিভয়েসের সঙ্গে থাকুন। Welcome to our website: https://medivoicebd.com/ our Facebook page: https://www.facebook.com/medivoicebd/ official email: [email protected]
4 سال پیش در تاریخ 1399/09/03 منتشر شده است.
16,531 بـار بازدید شده
... بیشتر