অরুন্ধতি

Rehan Mahmud
Rehan Mahmud
47.3 هزار بار بازدید - 2 ماه پیش - অরুন্ধতিআমি তোমার ঠোঁটের কোনে,তোমার চোখের
অরুন্ধতি

আমি তোমার ঠোঁটের কোনে,
তোমার চোখের গভীরে, তোমার মুখের আদলে,  
নিমেষনিহত তাকিয়ে আছি- কথা পড়বো বলে।
অত কথা কি করে বলো, কিছু না বলেই।
কি করে নিঃশব্দে অত সুর তোল।
হাসি টুকু গুঁজে রাখো কেমন করে,
একফালি চাঁদের মতো ঠোঁটের ভাঁজে।

আমি তোমাকে দেখি-
কেমন করে প্রাথর্ণা করার মতো করে তুমি কথা বলো।
মেঘের প্রবাহের মতো এক চিলতে সিগ্ধতার পর,
ঠোঁট থেকে কথার ঝর্ণা ঝরে।

যখন আমারে শোন-
তখন যেনো দৈব'বানী শোনার প্রতিক্ষা দেখি ঐ মুখে।
শুধু মাত্র শিশু'দের আধো আধো কথা শুনতেই-
লোকে অমন নিরবতা ঘন করে।

আমি তোমার চোখে শুনি সে সব কথা- অরুন্ধতি,
যা তুমি কাউকে শোনাতে পারো নি।
গজলের মতো তোমার আঁকা কথা গুলো
আমাকে ঘিরে রাখে। ঘোর নিয়ে জড়িয়ে রাখে।

তুমি বর্ষা স্বভাবের মেয়ে- হয় মেঘ তুলে রাখবে মুখে।
নইলে ঝরঝর করে ঝরিয়ে যাবে বরষণ। অভিমানে।
তোমার ভালবাসায় আমি এখনো টিকে আছি- নইলে
মাটির শরীর কাদাঁয় মিশে'ই যেতো ওমন ভিজে ভিজে।

#mxesun #খসড়ায়_বেহুলা
১৫ মে ২০২৪
Xesun Mahmudul Hasan
2 ماه پیش در تاریخ 1403/02/25 منتشر شده است.
47,376 بـار بازدید شده
... بیشتر