চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র

Chapai Press
Chapai Press
24.4 هزار بار بازدید - 9 ماه پیش - জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ
জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অস্ত্রের বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এবং চকপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারত থেকে আসা সাতটি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, মেশিনগান ও পিস্তলের ২৯৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর পশ্চিম চণ্ডিপুর গ্রামের হুমায়ন কবীরের মেয়ে রুমি বেগমকে আটক করা হয়।

নির্বাচন ঘিরে নাশকতার জন্য এসব অস্ত্র আনা হচ্ছিল বলে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছে বিজিবি।

সংবাদ সম্মেলনে ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বুধবার অস্ত্রের দুটি চালান সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত দিয়ে দেশে ঢুকবে– এমন তথ্য পান তারা। পরে তাঁর নেতৃত্বে চকপাড়া সীমান্তের ঊনিশবিঘী এলাকার একটি আম বাগানে অভিযান চালায় বিজিবির দল। তাদের উপস্থিতি টের পেয়ে ওই সময় চোরাকারবারিরা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে বস্তাটিতে ছয়টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি এবং ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

একই সময় ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে একটি দল জেলার সীমান্ত পিলার ১৮৪/৪-এস এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালায়। ওই সময় সিএনজিচালিত অটোরিকশায় শুঁটকির ব্যাগে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রুমিকে আটক করা হয়।

বিজিবি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রগুলো আনা হচ্ছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে। বুধবার বিজিবি দিবস উদযাপন এবং নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার, মাঠ পর্যায়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সঙ্গে রাজশাহীতে বিজিবির মতবিনিময় সভার সুযোগ নেওয়ার চেষ্টা করে চোরাকারবারিরা। অস্ত্র উদ্ধারের পর সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান জানান, মেশিনগানের মতো ভারী অস্ত্রের গুলি উদ্ধারের ঘটনা উদ্বেগজনক। এ ঘটনার পর সীমান্তে নজরদারি আরও বাড়ানো হচ্ছে।
9 ماه پیش در تاریخ 1402/09/30 منتشر شده است.
24,428 بـار بازدید شده
... بیشتر