ত্রিপুরার প্রাচীন রাজধানী উদ​য়পুরের হেরিটেজ মন্দিরগুলো | Heritage Temples of Udaypur | Tripura

Traveler Dipanjan Das
Traveler Dipanjan Das
1.6 هزار بار بازدید - 2 ماه پیش - Like.. Share.. SUBSCRIBE
Like.. Share.. SUBSCRIBE ‪@heritage_traveling‬

উদয়পুর দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার অন্তর্গত অন্যতম প্রধান শহর। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে এর দূরত্ব ৫৫ কিলোমিটার। ত্রিপুরার মহারাজাদের শাসনামলে একসময় উদয়পুর ত্রিপুরার রাজধানী ছিলো। সে সময় এর নাম ছিল রাঙ্গামাটি। মহারাজার নামানুসারে এর আরেকটি নাম ছিলো রাধাকিশোরপুর।

ত্রিপুরার রাজধানী হওয়ার সুবাদে এই শহরটি অনেক পরিকল্পিত ভাবে নির্মিত। শহরে রয়েছে বেশকিছু জলাশয়, দীঘি এবং সর্বোপরি উদয়পুর শহর বিখ্যাত নানা হেরিটেজ মন্দিরগুলোর জন্য। আজকের ভিডিওটিতে রইল এই শহরের হেরিটেজ মন্দিরগুলো।

Summary View with Time stamp:

১. ত্রিপুরেশ্বরী মন্দির/ মাতা বাড়ী -        0:52
২. মহাদেব বাড়ী-                                   1:35
৩. গুণবতী মন্দির-                                 4:01
৪. প্রাচীন মন্দির/ নরবলির মন্দির-        6:41    
৫. ভুবনেশ্বরী মন্দির-                             7:57

ত্রিপুরেশ্বরী মন্দির/ মাতা বাড়ী (0:52)

ত্রিপুরা সুন্দরি মন্দিরটি স্থানীয়ভাবে দেবী ত্রিপুরেশ্বরী মন্দির নামেও পরিচিত। অত্যন্ত জাগ্রত এই মন্দিরটি মাতাবাড়ি নামে অধিক জনপ্রিয়। মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপরে স্থাপিত। ৫১ টি শক্তি পিঠের মধ্যে একটি হিসাবে গণ্য করা হয় মন্দিরটিকে। ১৫০১ খ্রিস্টাব্দে দিল্লির মুঘল শাসনেরও পূর্বে ত্রিপুরার মহারাজা ধন্য মানিক্য কর্তৃক বাংলার এক-রত্ন শৈলীতে মন্দিরটি  নির্মিত। মন্দিরে স্থাপিত মার প্রতিমাটি কষ্টিপাথরের তৈরি। প্রতিদিন এই মন্দিরে বিপুল পরিমাণ ভক্ত উপস্থিত হয়ে পুজার্ঘ নিবেদন করে থাকেন।

মহাদেব বাড়ী (1:35)

১৬৫০ সালে মহারাজা কল্যাণ মানিক্য এই মন্দির নির্মাণ করিয়েছিলেন ভগবান গোপীনাথকে উৎসর্গ করে। আবার লোকমতে, মহাদেব বাড়ী চতুর্দশ দেবতা মন্দির নামেও সুপরিচিত। মহাদেব বাড়ীতে প্রবেশ পথেই সম্মুখে রয়েছে একটি ফটক। এই ফটকে দিয়ে প্রবেশ করে প্রথমেই নজরে আসে একটি নাটমন্দির। নাটমন্দিরটির পেছনেই রয়েছে দুটো মন্দির। মহারাজা গোবিন্দ মানিক্যের ছেলে রামদেব ১৬৭৩ সালে মন্দিরগুলো নির্মাণ করিয়েছিলেন। বাংলার চিরায়ত চারচালা স্থাপত্যে মন্দিরগুলো নির্মিত। মন্দিরগুলোর চারপাশে প্রদক্ষিণ পথ রয়েছে। মন্দিরের অভ্যন্তরে নতুন স্থাপিত মন্দির প্রাঙ্গনে মহাদেব এখনও পুজিত হচ্ছেন।

গুণবতী মন্দির (4:01)

গুণবতী_মন্দির, ত্রিপুরার প্রাচীন রাজধানী 'উদয়পুর' অবস্থিত। মহাদেব বাড়ী পার করে খানিক দুরত্বে অবস্থান এই হেরিটেজ মন্দিরের। সাধারনত এটি 'গুণবতী মন্দির গুচ্ছ' নামে পরিচিত । উত্তরের মন্দিরে একটি শিলালিপি রয়েছে যা বর্ণনা করে যে এটি ১৬৬৮ খ্রিস্টাব্দে মহারাজা গোবিন্দ মাণিক্যের স্ত্রী, মহারানী গুণবতী  নির্মাণ  করিয়েছিলেন। এই প্রাঙ্গণে একটি মন্দির আলাদা ও বাকী দুটো পাশাপাশি অবস্থিত। মন্দিরগুলো ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে নির্মিত। পাশাপাশি দুটী মন্দিরের নির্মাণশৈলী একই রকম এবং মন্দিরগুলো কুমিল্লা চন্ডীমুড়া মন্দিরের নির্মাণশৈলীর সাথে অনেকটাই মিলে।

প্রাচীন মন্দির  (6:41)

গূণবতী মন্দির দেখে গোমতী নদীর উপরে স্থাপিত যোগেশ চক্রবর্তী সেতু পার করে বাম দিকের পথ ধরে রাজ বাড়ী প্যালেসে যাতেই চোখে পড়ে প্রাচীন এই লাল রংএর মন্দিরটি। বর্তমানে মন্দিরটি পরিত্যাক্ত তবে অভ্যন্তরে লোকনাথ বাবার বিগ্রহ রাখা আছে৷ স্থানীয়দের মতে কয়েক শতাব্দী পুর্বে এখানে নরবলি দেওয়া হতো৷ মন্দিরটির ঠিক পেছনের প্রবাহমান গোমতী নদী৷ মন্দিরটি কাছ থেকে দেখলে গা ছমছম পরিবেশের অবতারণা হয়।

ভুবনেশ্বরী মন্দির (7:57)

ভুবনেশ্বরী মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা ত্রিপুরার উদয়পুরে গোমতী নদীর তীরে অবস্থিত। মন্দিরটি রবীন্দ্রনাথ ঠাকুরের "রাজর্ষি" ও "বিষর্জন" নামে দুটি নাটকে অমর হয়ে আছে। এটি মহারাজা গোবিন্দ মাণিক্য দ্বারা নির্মিত মন্দির স্থাপত্যের একটি বিরল নমুনা এবং এটি ১৬৬৭-১৬৭৬ খ্রিস্টাব্দে নির্মিত মহারাজা গোবিন্দ মাণিক্যের পুরানো রাজপ্রাসাদের কাছে অবস্থিত। মন্দিরটি সুন্দরভাবে নির্মিত যাতে চারটি চালা ছাদ, প্রবেশপথে স্তূপ এবং একটি মূল কক্ষ রয়েছে যা মন্দিরের স্থাপত্যকে সম্পূর্ণ করে। মন্দিরের স্তম্ভগুলিতে ফুলের নকশার করা হয়েছে। মন্দিরটির ঠিক পেছনেই গোমতী নদী বহমান।

ত্রিপুরা রাজ্যে উদয়পুর শহরে এই হেরিটেজ মন্দির্গুলো ছাড়াও রয়েছে পুরাতন এই রাজ বাড়ী (8:54)। তবে ভুবনেশ্বরী মন্দির দর্শনের পরে রাজবাড়ীটি ঘুরতে গেলে প্রবেশ ফটক তালাবদ্ধ থাকায় ভেতরে ঘুরতে পারিনি। গেইতের তালা দিনের একটী নির্দিষ্ট সময়ে খোলা হয় এবং নির্দিষ্ট কিছু সময়ের জন্য রাজবাড়ী ঘুরে দেখার সুযোগ মেলে। আমার এবারের ত্রিপুরা যাত্রায় সময়াভাবে রাজবাড়ীটি দেখা হয় নি। তবে ইচ্ছে আছে পরের্বার উদয়পুর ভ্রমণে রাজবাড়ীটি ভালভাবে ঘুরে দেখার।

#tripura_tourism #udaypur #tripura_temples
#ত্রিপুরেশ্বরী_মন্দির
#মাতা_বাড়ী
#মহাদেব_বাড়ী
#গুণবতী_মন্দির
#নরবলির_মন্দির
#ভুবনেশ্বরী_মন্দির
#tripura_old_raj_Palace
2 ماه پیش در تاریخ 1403/04/06 منتشر شده است.
1,638 بـار بازدید شده
... بیشتر