১৯৯৬ সালের নির্বাচনে এমন কি ঘটেছিল ? What happened in 1996 Election in Bangladesh |

Open T School
Open T School
821.4 هزار بار بازدید - 7 ماه پیش - ১৯৯৬ সালের নির্বাচনে এমন কি
১৯৯৬ সালের নির্বাচনে এমন কি ঘটেছিল ? What happened in 1996 Election in Bangladesh |

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার এক বিত-র্কিত নির্বাচন আয়োজন করে। দেশের সবকটি বড় রাজনৈতিক দল সে নির্বাচন বয়ক-ট করেছিল। এ প্রেক্ষাপট তৈরি হয়েছিল ১৯৯৪ সালে মাগুরা জেলার একটি উপ-নির্বাচনকে কেন্দ্র করে।

তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সে উপ-নির্বাচনে কা-রচু-পির অভিযোগ এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবি করে।

কিন্তু বিএনপি শুরু থেকে সে দাবি নাকচ করে আসছিল। কিন্তু দাবি আদায়ের জন্য আওয়ামী লীগ ধীরে ধীরে তাদের আ-ন্দোলন জো-রদার করে। আওয়ামী লীগের এই দাবিকে সমর্থন করে জাতীয় পার্টি ও জামা-য়াতে ই-স-লা-মী।

১৯৯৫ সালে বছর-জুড়ে বিভিন্ন সময় হ-রতাল এবং অবরো-ধসহ নানা রাজনৈতিক কর্মসূচী দেয় আওয়ামী লীগ। একদিকে বিরো-ধী দলগুলোর কর্মসূচী জো-রালো হচ্ছিল অন্যদিকে বিএনপি সরকারও একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল। বিএনপি যুক্তি দিয়েছিল, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে।

দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য নানা কূটনীতিকের আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা বিফ-লে যায়। বিরোধী দলগুলোর তী-ব্র আ-ন্দোলন ও ব-য়কটের মুখে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

#bdelection #bdelection #awami_league_bnp #caretakergovernment #bnp #awamileague
7 ماه پیش در تاریخ 1402/10/06 منتشر شده است.
821,439 بـار بازدید شده
... بیشتر