রত্নভাণ্ডারে সাপেরা পাহারা দেয় নি, দিয়েছিল অন্য এক প্রাণি I JAGANNATH RATNA BHANDER| Hindu Katha

Hindu Katha
Hindu Katha
90 بار بازدید - ماه قبل - কত সোনাদানা রাখা আছে রত্নভাণ্ডারে,
কত সোনাদানা রাখা আছে রত্নভাণ্ডারে, ৪৬ বছর পর জানা গেল ? I Hindu Katha

আজ থেকে ছ’বছর আগে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে কি আছে সেটা পরীক্ষা করতে গেছিলেন হাইকোর্টের নিযুক্ত একটা কমিটি। সেই সময় বিশ্বাস মত তাঁদের সঙ্গে নাকি ছিলেন এক সাপের ওঝা। দরজার পর দরজা খুলে তাঁরা সেখানে পৌঁছেছিলেন হয়ত। তবু কোন এক বিশেষ কারণে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের খোঁজ কেউ পায় নি। সেটা কত জানাও যায় নি। গতকাল ৪৬ বছর পর ফের রত্নভাণ্ডার খোলা হল। অনেকেই মনে করেছিলেন, সেখানে হয়ত বিষধর সাপ থাকতে পারে। কারণ বিশ্বাস ছিল যে রত্নভাণ্ডার রক্ষা করছে সব বিষধর সাপ। কিন্তু না। রত্নভাণ্ডারের দরজা খুলতেই সাপের দেখা না পেলেও পাওয়া গেল অন্য একটা প্রাণির, যারা ঐ রত্নভাণ্ডারের মধ্যেই ছিল। দরজা খুলতেই নাকি সটান তারা উড়ে যায়। কী সেই প্রাণি, বলব একটু পরে। তবে তার আগে রত্নভাণ্ডার খুলতে কি মিলল সেটা একটু জেনে নেওয়া যাক।

হিন্দু কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব সনাতনি হিন্দু ধর্মের নানা অজানা কথা। ডুব দেব হিন্দু ধর্মের এই মহাসমুদ্রে। আপনাদের সফর সঙ্গী হিসেবে পাশে পেলে বুঝব আমাদের প্রচেষ্টা সফল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হিন্দু কথা।
#hindukatha #hindugod #hinduism #hinduism #hindudeity #mythology #hindurashtra  #purankatha#rathyatra2024 #purirathyatra2024 #jagannath #jagannathdham #purilive #rathlive #rathayatra  #puridham #puriratna #ratnabhandar  #puriratnabhandar #puridham #ratnabhandar  #পুরীররত্নভাণ্ডার
ماه قبل در تاریخ 1403/04/26 منتشر شده است.
90 بـار بازدید شده
... بیشتر