জালালউদ্দিন রুমির যে সাতটি উপদেশ বদলে দেবে আপনার জীবন (The seven quotes of Rumi change your life)

Sanatan Pandit
Sanatan Pandit
45.1 هزار بار بازدید - 7 سال پیش - রুমির যে সাতটি উপদেশ বদলে
রুমির যে সাতটি উপদেশ বদলে দেবে আপনার জীবন (The seven quotes of Rumi will change your life)

BANGLA MOTIVATIONAL VIDEO

সনাতন পন্ডিতের পাঠশালায় আপনাদের স্বাগত। জীবনে হাজারো ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। কিন্তু জীবন সমস্যার সমাধান ঘটিয়ে সামনে এগিয়ে চলাটাই জীবনের মূল উপজীব্য। জীবনে চলার পথে এগিয়ে যেতে Motivational video খুব কার্যকরী ভূমিকা পালন করে।

Bangla Motivational Video এর জগতে Sanatan Pandit অর্থাৎ সনাতন পন্ডিতের পাঠশালা এক নতুন সংযোজন। জীবন বদলে দেয়া উক্তিসহ বাংলা অনুপ্রেরণামূলক বিভিন্ন গল্পের সমন্বয়ে Motivational Video এর জগতে সনাতন পন্ডিতের পাঠশালা এগিয়ে যাচ্ছে একটু একটু করে।

আজকের Motivation মূলক এই ভিডিওতে আমরা জানবো বিখ্যাত ফার্সি কবি জালালউদ্দিন মোহাম্মদ রুমির  ৭টি বিখ্যাত উক্তি সম্পর্কে। Jalaluddin Mohammod Rumi এর এই Quotes গুলো আপনাকে মোটিভেট করবে নিঃসন্দেহে।

জালাল উদ্দিন মোহাম্মদ রুমি ছিলেন ১৩ শতকের একজন ফার্সি কবি। তিনি মৌলভী রুমি নামেও পরিচিত। তবে রুমি নামে তিনি সর্বাধিক পরিচিত। তিনি একাধারে ছিলেন আইনজ্ঞ, ইসলামি ব্যক্তিত্ব, ধর্মতাত্ত্বিক, অতীন্দ্রিবাদী, সুফী। রুমির প্রভাব নিজ দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বব্যাপী। তাঁর কবিতা সারাবিশ্বে ব্যাপকভাবে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে এবং বিভিন্ন শ্রেণীতে রূপান্তরিত করা হয়েছে। রুমির কাজ বেশিরভাগই ফার্সি ভাষায় লেখা, কিন্তু মাঝেমধ্যে তিনি স্তবকগুলোতে তুর্কি, আরবি এবং গ্রীক ভাষা ব্যাবহার করেছেন। তাঁর লেখা “মসনবী” কে ফার্সি ভাষায় লেখা সবচেয়ে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসাবে তুলনা করা হয়। এখনও তাঁর লেখাসমূহকে মূল ভাষায় ব্যাপকভাবে পড়া হয় ইরান সম্রাজ্য এবং বিশ্বের ফার্সি ভাষার লোকেরা। অনুবাদসমূহও খুব জনপ্রিয়, বিশেষ করে তুর্কি, আজারবাইজান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায়।

আজ আমরা এই মহামনিষীর ৭টি বিখ্যাত উক্তি সম্পর্কে জানবো। এই উক্তিগুলোর মধ্যে লুকিয়ে থাকা গভীর তাতপর্য্য আপনাকে জীবনে চলার পথ অনুপ্রেরণা জোগাবে।

আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তবে অবশ্যই সনাতন পন্ডিতের পাঠশালা সাবস্ক্রাইব করুন। মন্তব্যের মাধ্যমে আপনাদের গঠনমূলক সমালোচনা ও সুচিন্তিত মতামত আমাদেরকে জানান। এতে করে অদূর ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো।

১। তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।

এই উক্তি দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন, নিজের মূল্য বুঝতে হবে। নিজের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে তাকে কাজে লাগিয়ে জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে।

২। আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে, তখন তা শক্তিশালী হতে থাকে।

এই উক্তি দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন, নিজের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকুন। নিজেকে যদি চ্যালেঞ্জ করতে পারেন তবেই আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবেন।

৩। গতকাল আমি চতুর ছিলাম। তাই আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই।

এই উক্তি দ্বারা বুঝানো হচ্ছে, পরিবর্তনটা আপনি আনুন। সমাজ বা পরিবারের কোন পরিবর্তন আনার জন্য অন্যের মুখাপেক্ষী না থেকে নিজেই এগিয়ে আসুন। আপনার মাধ্যমেই শুরু হোক পরিবর্তন।

৪। শোক করো না। তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে।

অর্থাৎ নিজেকে ইতিবাচক রাখুন। ইতিবাচক মানসিকতাই আপনাকে অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে সাহায্য করবে।

৫। আমার প্রথম প্রেমের গল্প শোনামাত্র তোমাকে খুঁজতে থাকি, কিন্তু জানি না ওটা কতটা অন্ধ ছিল। প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।

শিক্ষাটা হলো- সবকিছুতে ভালোবাসা খুঁজতে থাকুন।

৬। যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস।

শিক্ষাটা হলো- আপনি যেমন তেমনই থাকুন।

৭। আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা।

শিক্ষাটা হলো- নিজের পথ নিজেই সৃষ্টি করুন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সনাতন পন্ডিতের পাঠশালার সাথে থাকুন। আপনাদের একটি লাইক-কমেন্ট-শেয়ার এবং সাবস্ক্রিপশন সনাতন পন্ডিতের পাঠশালাকে এগিয়ে যেতে সহায়তা করবে অনেকখানি। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বা্টনে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। প্রতিবার আমাদের নতুন ভিডিও আপলোড করা মাত্রই পৌছে যাবে আপনার কাছে। আন্তরিক ধন্যবাদ।

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে নিয়মিত আপডেট পান সবার আগে Facebook: sanatanpandit71

আমাদের ওয়েবসাইট http://sanatanpandit.blogspot.com

Voice over: Pinki Goswami
Animation: Ripon Ghosh


Background Music: Midday Dance by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/...)
Source: http://incompetech.com/music/royalty-...
Artist: http://incompetech.com/
7 سال پیش در تاریخ 1396/08/21 منتشر شده است.
45,172 بـار بازدید شده
... بیشتر