||শুভ্রতায়_নবনীতা||মন ছোঁয়ে যাওয়া গল্প ||তাড়াতাড়ি রান্না করতে হবে।নইলে আবার সৎমায়ের ঝাটার বারি পিঠে

Golpo Premi
Golpo Premi
12.4 هزار بار بازدید - هفته قبل - ||শুভ্রতায়_নবনীতা||মন ছোঁয়ে যাওয়া গল্প ||তাড়াতাড়ি
||শুভ্রতায়_নবনীতা||মন ছোঁয়ে যাওয়া গল্প ||তাড়াতাড়ি রান্না করতে হবে। নইলে আবার সৎমায়ের ঝাটার বারি পিঠে সইতে হবে #Heart Touching story #Bangla short story #কলমে_নবনীতা_নীরু সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ শেষ করেই,ঘর ঝাড়ু,আর থালাবাসন মেজে রান্নাঘরে চলে গেলাম।তাড়াতাড়ি রান্না করতে হবে। নইলে আবার সৎমায়ের ঝাটার বারি পিঠে সইতে হবে।এক মুহূর্ত দেরি না করে চুলায় রান্না চাপিয়ে দিলাম। আমি নবনীতা, ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়েছি।তবে প্রতিদিন ক্লাস করা হয় না। বাড়িতে টিউশনি আর কিন্ডারগার্টেনে শিক্ষকতা করে মাসে ভাল কিছু টাকা আসে আমার হাতে।কিন্তু আমার হাতে আসলেও সে টাকা আর ছোটমায়ের হাতেই তুলে দিতে হয়। বলতে গেলে সংসার টা আমার টিউশনি আর চাকরির টাকাতেই চলে।তাদের কত রঙিন রঙিন পোশাক,আধুনিকত্ব। এতকিছু করেও ছোট মায়ের ভালোবাসা আমার ভাগ্যে নেই। রান্না করছি এমন সময় ছোটমায়ের গলা শুনে বাহিরে আসতেই বলল,চোখের মাথা কি খেয়েছিস নাকি?বালতিতে যা পানি নেই সেটা কি চোখে দেখিস না নাকি? -আমি এখনই পানি তুলে দিচ্ছি.... - আমাকে উদ্ধার করুন মহারানী। তাড়াতাড়ি করে পানি তুলে দিয়ে,চা বসিয়ে দিলাম।কারণ চা দিতে দেরি হলে আমার আজকে সকালে ভাত জুটবে না কপালে। সব কাজ শেষ করে,স্কুলে চলে গেলাম।ক্লাশ দশটায় শুরু,কিন্তু আমার আটটা থেকে দুইটা ব্যাচ আছে টিউশনির। স্কুল যেহেতু বেশি দূর না,তাই হেটেই যাচ্ছিলাম।রাস্তায় নবির ভাইয়ের সাথে দেখা।উনি বললেন উনার কোচিং সেন্টারে নাকি টিচার লাগবে,মাসে ভালো টাকা পাওয়া যাবে। আমি ওখানে ঢুকতে পারব কি না জানতে চাইলো।আমিও বলে দিলাম,পরে জানিয়ে দিব। কিছুক্ষণের মধ্যে স্কুলে চলে এলাম।হেডস্যার জানালেন আজকে নার্সারিতে একটা নতুন মেয়ে ভর্তি হবে,আমি যেন তার খেয়াল রাখি।আমি নার্সারিতে ক্লাস টিচার পদে আছি।আমি টিউশনি শুরু করলাম। দশটার দিকে ক্লাস শুরু হলে, আমি ক্লাসে চলে গেলাম।ক্লাস নিচ্ছিলাম এমন সময় হেডস্যার ক্লাসে এলেন।
هفته قبل در تاریخ 1403/06/20 منتشر شده است.
12,489 بـار بازدید شده
... بیشتر