স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি তা বলতে পারে না বর্তমান প্রজন্ম || একুশে ফেব্রুয়ারি || SM MULTIMEDIA

SM MULTIMEDIA
SM MULTIMEDIA
990 بار بازدید - 6 ماه پیش - উনিশশত বায়ান্ন সালে মহান ভাষা
উনিশশত বায়ান্ন সালে মহান ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে আন্তর্জাতিক ভাবেও স্বীকৃতি লাভ করেছে আমাদের এই ভাষা ও শহীদ দিবস। প্রতি বছর রাষ্ট্রীয় ভাবে ঘটা করে একুশে ফেব্রুয়ারি জাতীয় ভাবে পালন করা হলেও একুশে চেতনার কতটুকু বাস্তবায়ন হয়েছে সেই প্রশ্ন এখন নতুন করে ভাবার কারণ হয়ে দেখা দিয়েছে। কারণ একুশে চেতনা বুকে ধারণ করে শহীদ মিনারে ফুল দিতে আসা নতুন প্রজন্মের অনেকের নিকট বাংলা ভাষার বর্ণ তালিকা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। বলতে পারে না স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংখ্যা। ভাষা জ্ঞান সম্পর্কে নতুন প্রজন্মের এমন ধারণা সত্যিই হতাশা ব্যঞ্জক। যেই লক্ষ্যকে সামনে রেখে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল সেই একুশে চেতনার কতটুকু বাস্তবায়ন হয়েছে সেই প্রশ্ন যেন থেকেই যায়…
#অমর_একুশে #একুশে_ফেব্রুয়ারি #ভাষা #আন্দোলন
6 ماه پیش در تاریخ 1402/12/05 منتشر شده است.
990 بـار بازدید شده
... بیشتر