এইচ এসসি পরীক্ষার কিছু তথ্য

SHOHOJ PATH 24
SHOHOJ PATH 24
244 بار بازدید - 2 هفته پیش - এইচ এসসি পরীক্ষার কিছু তথ্যআলোচনায়:মুহাম্মাদ
এইচ এসসি পরীক্ষার কিছু তথ্য

আলোচনায়:
মুহাম্মাদ আসআদুল্লাহ
প্রভাষক
সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ, মৌলভীবাাজাার

কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কক্ষে অবস্থান করবে। প্রথম দিন এক ঘন্টা পূর্বেই আসবে।
প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড ও অনুমোদিত পরীক্ষা সামগ্রী স্বচ্ছ ফাইলে বহন করতে হবে।
পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থী কোন ধরণের মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস (অনুমোদিত ক্যালকুলেটর ব্যতিরেকে) সঙ্গে রাখতে পারবে না।
পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোন পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষা আরম্ভ হওয়ার ১ ঘণ্টা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থীকে উত্তরপত্র দাখিল করতে দেওয়া হবে না বা টয়লেটেও যেতে দেওয়া হবে না।
প্রবেশ পত্র ব্যাতিত কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না।
পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই শিক্ষার্থীকে রোল, রেজিঃ নং ইত্যাদি যথাযথভাবে বৃত্ত ভরাট করতে হবে। MCQ এর সেট কোডের বৃত্ত যথাযথভাবে পূরণ করতে হবে। MCQ এর সময় যেহেতু খুবই অল্প তাই পরীক্ষা শুরু হওয়ার আগেই এসকল কাজ শেষ করতে হবে।
প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/ রচনামূলক (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। MCQ ও CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
বৃষ্টি, যানজট, অনাকাঙ্খিত সমস্যা এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে হবে।
2 هفته پیش در تاریخ 1403/04/17 منتشر شده است.
244 بـار بازدید شده
... بیشتر