আমার ভাই হোসেনরে শহীদ করলো - লিরিকসহ কারবালার জারি ২০২৩ l দেওয়ান আরিফ Dewan Arif Karbalar Jari 2023

MB Gallery Trending
MB Gallery Trending
157.9 هزار بار بازدید - پارسال - Karbalar New Jari Gan 2023
Karbalar New Jari Gan 2023 আমার ভাই হোসেনরে শহীদ করলো কোন পাষাণে Amr vai husenre shohid korlo kun pashane Singer: Dewan Arif দেওয়ান আরিফ Lyrics: Collected সংগৃহিত Music: Team MB Gallery টিম এমবি গ্যালারি (Ashim Bhoumik & Easin Khan & Mostaque Bahar) Mix Master: Mostaque Bahar মোস্তাক বাহার Dop : ‍Sakil Ahmed শাকিল আহম্মদ Edit & Color: Dithi Das দিতি দাস Direction: Mostaque Bahar মোস্তাক বাহার Production: MB Gallery Production House - এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Production Official Song #jarigaan #jarigan #জারি_গান Any Query: Cell: 01767 661288 Email: [email protected] আমার ভাই হুসেনরে শহীদ করল লিরিক্সঃ Amar Vai Hussainre Shohid Korlo Lyrics: আমার ভাই হুসেনরে শহীদ করল কোন পাষানে। লুটিয়া মাধ্যম করইন বিবি জয়নবে। আল্লাহ পিয়ারা ভাই হুসোন ,নবীজি নূরের নয়ন দিনে রওশন শানে পাঞ্জাতন। বুক পিয়াসা কইরা মনে ‍নিদয়া জালিমগনে হায়রে হাজার জখম করল পাকনূরিতনে। লুটিয়া মাধ্যম করইন বিবি জয়নবে।(ঐ) আল্লাহ লুটিয়া সব বেইমান নবীজির ফুলের বাগান, না রাখিল জয়নবের নিশান। মুসলমান কোপিগনে বাবাজানের মুরিদানে হায়রে উম্মত হইয়া একি কি করিল সয়না পরাণে। লুটিয়া মাধ্যম করইন বিবি জয়নবে। (ঐ) আল্লাহ ত্যাজিয়া সব কুলমান যার কারনে ‍দিলায় গো প্রাণ তারা করল ভাইয়ার বিবরণ। দানা পানি কইরা বন্ধ করল কত জ্বালাতন হায়রে তনু হইতে শিরজুদা ভাই করল কেমনে। লুটিয়া মাধ্যম করইন বিবি জয়নবে। (ঐ) আল্লাহ আসমান লাল জমিন লাল ,লাল বৃক্ষ সবই লাল লাল দেখি ভাই হুসোনের চোখ। জল পুকার সবই লাল যেদিকে চাই সবই লাল হায়রে করবলা হইল লাল ভাইহুসেনের খুণে। লুটিয়া মাধ্যম করইন বিবি জয়নবে। (ঐ) আল্লাহ বড় আশা কইরা মনে,আসিলাম ভাই আরসনে মনের আশা না হইল পূরণ। ভাই ছারা হইলাম এখনে কেমনে রই ভাই হুসেন বিনে কোথায় গেলে ভাইয়ার চাঁদ মুখ দেখমু নয়নে। লুটিয়া মাধ্যম করইন বিবি জয়নবে। (ঐ) আল্লাহ রহিম রহমান দুই ভাই কোরানে আছে প্রমান তরা নি ভাই গুনাগার উম্মত জয়নব ও দুঃখিনি জেনে দয়া কর নিজগুনে আমারে রাখিও পাক চরণতলে লুটিয়া মাধ্যম করইন বিবি জয়নবে। (ঐ) কারবালার কাহিনী বাংলা কারবালার যুদ্ধ ইসলামিক পঞ্জিকা অনুসারে ১০ মুহাররম ৬১ হিজরী মোতাবেক ১০ অক্টোবর ৬৮০ খ্রিষ্টাব্দ বর্তমান ইরাকের কারবালা নামক প্রান্তরে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধটি ইসলামের নবী মুহাম্মদ (স) এর নাতি হোসাইন ইবন আলী এর অল্প কিছু সমর্থক-আত্মীয় এবং উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদ, যার বৈশ্যতা স্বীকার করতে হোসাইন অস্বীকার করেন, তার বিশাল সেনাবাহিনীর মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধে হোসাইন এবং তার ছয় মাস বয়সী শিশুপুত্র আলী আল-আসগর ইবন হোসেইনসহ সকল সমর্থক নিহত হয় ও নারী এবং শিশুরা বন্দি হন। মুসলমানদের মতানুসারে নিহতদের সকলে 'শহীদ' হিসেবে অভিহিত হন এবং এই যুদ্ধ শিয়া মতাবলম্বীদের ইতিহাস ও ঐতিহ্যের কেন্দ্রস্থলে অবস্থান করে।
پارسال در تاریخ 1402/05/04 منتشر شده است.
157,951 بـار بازدید شده
... بیشتر