মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Bangla TV
Bangla TV
6.9 هزار بار بازدید - 6 سال پیش - চলতি  বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষার
চলতি  বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।  

এ বছর জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৬৮ জন পরীক্ষার্থী।  একই সঙ্গে ৫০০ জনকে রাখা হয়েছে অপেক্ষমান তালিকায়।


আজ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ফল প্রকাশের তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাবে।  

এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।   এর আগে, গত শুক্রবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুতে এ পরীক্ষা নেয়া হয়।  

এতে ৬৫ হাজার ৯১৯ জন আবেদনকারী হলেও, পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ২৬ জন পরীক্ষার্থী।
6 سال پیش در تاریخ 1397/07/15 منتشر شده است.
6,938 بـار بازدید شده
... بیشتر