বাংলাদেশ কি চীনের ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে ? | আদ্যোপান্ত | Bangladesh And China Economic Ties

ADYOPANTO
ADYOPANTO
166.7 هزار بار بازدید - 2 هفته پیش - চীন ছাড়া বাংলাদেশের অর্থনীতি কি
চীন ছাড়া বাংলাদেশের অর্থনীতি কি টিকে থাকতে পারবে ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : youtube.com/ADYOPANTO গত ২০ আগস্ট অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, বর্তমানে বাংলাদেশের কাছে চীনের চার বিলিয়ন ডলার পাওনা আছে। আর বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে আরও সাত বিলিয়ন ডলার ঋণ দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অর্থাত, বাংলাদেশে চীনা ঋণের পরিমাণ বাড়ছে দিন দিন। বাংলাদেশকে ঋণ দেয়, এমন ৩২টি দেশ ও সংস্থার মধ্যে চীন এখন চতুর্থ অবস্থানে রয়েছে। চীনের ওপরে আছে বিশ্বব্যাংক, জাপান ও এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি। আর বাংলাদেশ বিভিন্ন দেশ ও সংস্থাগুলো থেকে প্রতিবছর মোট যে পরিমাণ ঋণ নেয়, তার প্রায় ১০ শতাংশই দেয় চীন। এমনকি, দেশটি টানা দুই বছর বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলার বা তার চেয়ে বেশি পরিমাণে ঋণ দিয়েছে। এখন পর্যন্ত চীনের কাছ থেকে বাংলাদেশ যত ঋণ দিয়েছে, তার মধ্যে গত চার বছরেই নিয়েছে প্রায় ৩০০ কোটি ডলার। এই অর্থ চীনের দেওয়া মোট ঋণের ৪০ শতাংশের মতো। যদিও চীনা ঋণের সুদের হার অন্যান্য দেশ ও সংস্থাগুলোর দেয়া ঋণের সুদের হারের প্রায় সমান। তারপরও চীনের কাছ থেকে প্রতিবছর নেয়া ঋণের পরিমাণ বেড়েই চলেছে। অবশ্য দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যও বৃদ্ধি পাচ্ছে দ্রুত। ▶ Follow Me on Facebook: www.facebook.com/damahbub ▶ Follow Me on Instagram: www.instagram.com/da.mahbub 💻 যুক্ত হোন: ফেইসবুক: www.facebook.com/Adyopanto 💻 আমাদের ওয়েবসাইট: www.atpoure.com/ 📌 For Copyright Related Issues, please contact us: info.adyopanto@gmail
2 هفته پیش در تاریخ 1403/06/15 منتشر شده است.
166,752 بـار بازدید شده
... بیشتر