কুইক কম্পোস্ট। এক জাদুকরী জৈব সার।

10.1 هزار بار بازدید - پارسال - কুইক কম্পোস্ট। এক জাদুকরী জৈব
কুইক কম্পোস্ট। এক জাদুকরী জৈব সার। পৃথিবীতে যত ধরনের জৈব সার রয়েছে তার মধ্যে সবচেয়ে কম সময়ে অত্যন্ত কার্যকরী এ জৈব সার। খৈল:কাঠের গুড়া:গোবর ১:২:৪ অনুপাতে মিশিয়ে কুইক কম্পোস্ট তৈরি করা হয়। প্রথমে গুড়া খৈল এবং খৈল এর দ্বিগুন ওজনের কাঠের গুড়া একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চটি খৈল হলে সমপরিমাণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। খৈল এর চারগুণ পরিমাণ গোবর পূর্ববর্তী খৈল ও কাঠের গুড়ার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনে হালকা পানি ব্যবহার করতে পারেন। এরপর স্তুপ করে রাখুন। ২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম, ১০ম, ১২তম, ১৪তম দিনে স্তুপ ভেঙে গুড়া করে আবার স্তুপ করে রাখুন। ১৫ তম দিনে এটি ব্যবহার করতে পারবেন। এ সময় সারে কোন তাপ ও গন্ধ থাকবেনা। সারের রং কালচে এবং উজ্জ্বল হবে। বছরে ১বার এ সার ১২কেজি/শতক ব্যবহার করলে রাসায়নিক সার অর্ধেক ব্যবহার করতে হবে।
#fertilizer #organicfarming #quick #trichoderma #uddokta #vermicompost #উদ্যোক্তা #জৈব #জৈবসার #নিরাপদ কৃষি #কুইক কম্পোস্ট #নিরাপদ কৃষি

মোঃ আব্দুর রহিম
উপসহকারী কৃষি কর্মকর্তা
বগুড়া সদর, বগুড়া।
০১৭১৪৫১২৩৭০, ০১৯১৬২১০৯৪৫
پارسال در تاریخ 1402/05/14 منتشر شده است.
10,112 بـار بازدید شده
... بیشتر