Utpal Dutt | An artist with ideological solidarity | 94th birth anniversary | Tribute | Film Monks

FILM MONKS
FILM MONKS
12.2 هزار بار بازدید - پارسال - থিয়েটারের মঞ্চ তাঁর আজীবন সঙ্গ,
থিয়েটারের মঞ্চ তাঁর আজীবন সঙ্গ, সিনেমার পর্দা তাঁর উপস্থিতিতে রূপ নেয় রসাত্মক কিংবা কখনো ভারী মেজাজ সম্পন্ন আমেজে। গল্পের ক্লাইমেক্সে তাঁর প্রভাব ছিল আজীবনই অতুলনীয়। উৎপল দত্ত, যিনি অভিনয়কে পরিপূর্ণ শিল্প রূপে প্রকাশ করেছেন নানান চরিত্রে আপামর দর্শকের সামনে নিজেকে হাজির করে। কখনো হীরক রাজা হয়ে স্বৈরাচার শাসকের ভূমিকায় কখনো বা আগন্তুক রূপে বিশ্ব সভ্যতার মুক্ত রূঢ় জ্ঞান নিয়ে আবার কখনো হাজির হয়েছেন জেলেদের রক্ত চোষা মহাজন মহেশ মান্না রূপে।

সিনেমা জগতের সফল ও কালজয়ী অভিনেতা হয়েও যিনি থিয়েটারকেই আজীবন ভেবেছেন সমাজের আসল রূপ প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে এবং সে আদর্শে নিজস্ব রাজনৈতিক চেতনাকে সাথে নিয়ে থিয়েটারে কাজ করেছেন জীবনের প্রায় পুরোটা সময় ধরেই।

শিল্পী বাঁচে শিল্পে আর শিল্প বাঁচে পূর্ণ আদর্শের ছোঁয়ায়, উৎপল দত্ত সেই ছোঁয়ায় দিয়ে গেছেন তাঁর প্রতিটা শিল্পে। আজ উৎপল দত্তের ৯৪তম জন্মবার্ষিকীতে ফিল্ম মঙ্কস'র পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য।
پارسال در تاریخ 1402/01/09 منتشر شده است.
12,243 بـار بازدید شده
... بیشتر