Syed Shafiul Bashar - BhoktoGone Dake Baba Maizbhandari Aai (Jahangir Alam)

133.4 هزار بار بازدید - 13 سال پیش - সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী -
সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী - ভক্তগনে ডাকে (জাহাংগির আলম)

এলে তুমি হৃদ মাঝারে, ভক্ত প্রাণে ঢেউ খেলায়।।
ভক্ত জনে ডাকে তোমায়, মাইজভাণ্ডারী আয়রে আয়।

ভাণ্ডারে করিয়া আসন, জাহান করিলা রৌশন।
দয়া কর প্রেমিক রাজন, দাসে চরণ ভিক্ষা চায়।।

হার রগেতে কর জারী, ওহে বাবা মাইজভাণ্ডারী।
আল্লাহু আল্লাহু রবে, দাসের যেন প্রাণ যায়।।

গোলামুর রহমান নামে, এলেন মাইজভাণ্ডার ধামে।
গওছুল আজম ইছমে আজম, দাসে তোমার সিফত গায়।।

ফাজ্‌কুরুনি আয্‌ কুরুকুম, কোরনেরী এই হুকুম।
শির পরে রেখে দাসে, আল্লাহুতে প্রাণ সাজায়।।

বাগদাদে কাদেরী শানে, আজমীরে খাজারী মানে।
এসে পুনঃ মাইজভাণ্ডারে, আশেকানের মন মজায়।।

আয়রে বাবা মাইজভাণ্ডারী, শফি তোমার প্রেম ভিখারী।
ভরে না প্রাণ শানে মানে, আসল রূপ দেখিতে চায়।।
13 سال پیش در تاریخ 1390/06/11 منتشر شده است.
133,472 بـار بازدید شده
... بیشتر