পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার | হাজার ইতিহাসের নিরব সাক্ষী | Old Dhaka Central Jail | Info Hunter

Info Hunter
Info Hunter
1.1 میلیون بار بازدید - 3 سال پیش - পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার ছিল
পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার ছিল ঢাকায় অবস্থতি বাংলাদেশের সবচেয়ে বড় কারাগার। এটি পুরান ঢাকার চানখাঁরপুলে অবস্থিত। ঢাকা বিভাগের এবং বাংলাদেশের বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত আসামীদের এখানে দন্ডপ্রদানের জন্য আটক রাখা হত। এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন থানার মামলায় বিচারাধীন লোকদিগকে, বিচারকালীন সময়ে আটক রাখার স্থান হিসেবেও কারাগারটি ব্যবহৃত হত। ১৯৭৫ সালের ৩ নভেম্বার এই কারাগারে আটক জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। ব্রিটিশ শাসনের আগে বর্তমান কারাগারের জায়গায় একটি মুঘল দুর্গ ছিল। ১৯শ শতাব্দীর গোড়ার দিকে, দুর্গটি সংস্কার করা হয় এবং জেলে রূপান্তর করা হয়। ১৮৩৬ সাল পর্যন্ত কোতোয়ালি থানাও এই অবস্থানে অধিষ্ঠিত ছিল। ১৮৩৩ সালের রেকর্ডে দেখা যায় যে তখন এই কারাগারে ৮০০ জন বন্দী থাকার সক্ষমতা ছিল। তবে কারাগারে প্রতিদিন গড়ে ৫২৬ জন বন্দী থাকত। পরে ঢাকা কারাগারকে পূর্ব বাংলার কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত করা হয়। ২০১৬ সালের ২৯ জুলাই এ কারাগারটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং ঢাকার কেরানীগঞ্জে নতুন করে ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হয়।
#পুরাতন_ঢাকা_কেন্দ্রীয়_কারাগার
For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook: Facebook: bdinfohunter
3 سال پیش در تاریخ 1400/07/09 منتشر شده است.
1,104,668 بـار بازدید شده
... بیشتر