যেকারণে বিমানের বহরে একের পর এক আসছে ড্রিমলাইনার বোয়িং-৭৮৭। Boeing 787-8 Dream liner|

News BD
News BD
515.8 هزار بار بازدید - 5 سال پیش - বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির আরও একটি ড্রিমলাইনার উড়োজাহাজ 'গাঙচিল'।‘গাঙচিল’ যুক্ত হওয়ার মধ্য দিয়ে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো তিনটিতে।
২২ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বোয়িং (৭৮৭-৮) ড্রিমলাইনার উড়োজাহাজ ‘গাঙচিল’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী উড়োজাহাজটিতে আরোহণ করেন এবং ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী ফ্লাইটে আবুধাবির উদ্দেশে আকাশে ডানা মেলে ‘গাঙচিল’ গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে দেশে আসে সর্বাধুনিক প্রযুক্তির ‘গাঙচিল’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘গাঙচিল’।
২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ২১০ কোটি মার্কিন ডলারের চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে এগুলোর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দু’টি নতুন বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত হয়। বাকি চারটি ড্রিমলাইনারের মধ্যে ২০১৮ সালে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয় আকাশবীণা ও হংসবলাকা। আর ২২ আগস্ট যুক্ত হলো ড্রিমলাইনার গাঙচিল।  আগামী সেপ্টেম্বর মাসে দেশে আসতে পারে চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’। বিমানের চারটি ড্রিমলাইনারের নামই দিযেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ ড্রিমলাইনার একটানা ১৬ ঘণ্টা উড়তে পারে। অন্য উড়োজাহাজের চেয়ে এর জ্বালানি খরচও ২০ শতাংশ কম।
ড্রিমলাইনারে ২৭১টি আসনের মধ্যে ২৪টি বিজনেস ক্লাস এবং ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন। বিজনেস ক্লাসের আসনগুলো ১৮০ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন্ড এবং সম্পূর্ণ ফ্ল্যাটবেড সুবিধা রয়েছে। অর্থাৎ আপনি বিছানার মত করে শুয়ে ঘুমাতে পারবেন।

অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাওয়ার সময়ও ওয়াইফাই সুবিধা নিতে পারবেন যাত্রীরা। আকাশের এত উঁচু ড্রিমলাইনারে বসে ওয়াই-ফাই সুবিধা পাওয়া যাবে। এ সুবিধা এখন পর্যন্ত দিচ্ছে বিশ্বের ৫৪টি বিমান সংস্থা। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু শ্রীলঙ্কান এয়ালাইনসে এ সুবিধা পাওয়া যায়। এতে চাইলেই যখন-তখন আপনজনের কাছে ফোন করতে পারবেন আপনি। এ জন্য বিশেষ একধরনের ফোনসেট দেওয়া হবে যাত্রীদের। ফোনে কথা বলা শেষ, ইচ্ছে করছে সিনেমা দেখার—সে সুযোগও রয়েছে।
ড্রিমলাইনারে আছে বিশ্বমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম (আইএফই)। এর মাধ্যমে ক্ল্যাসিক থেকে ব্লকবাস্টার চলচ্চিত্র দেখা যাবে। বিভিন্ন ধরনের সুর-সংগীত শোনা তো যাবেই। ভিডিও গেমসও আছে। এর পাশাপাশি বিশ্বসেরা নয়টি টিভি চ্যানেলের রিয়াল টাইম লাইভ দেখা যাবে ড্রিম লাইনারে বসে।
ড্রিমলাইনারে শুল্কমুক্ত পণ্য কেনার সুবিধা রযেছে। এর মধ্যে রয়েছে জুয়েলারি সামগ্রী, পারফিউমসহ নানা পণ্য। নগদ টাকা না থাকলেও যাত্রীদের সমস্যা নেই। ক্রেডিট কার্ডেও পণ্য কেনা যাবে।
এর ককপিট সম্পুর্ন পেপারলেস। পাইলটরা আইপ্যাড ব্যবহার করে উড়োজাহাজ পর্যবেক্ষণ করেন। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, ঢাকায় বিমানের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে ড্রিমলাইনারের যোগাযোগ থাকবে সব সময়।সবগুলো ড্রিমলাইনার উড়োজাহাজ চলে আসলে বিমান ডানা মেলবে নতুন নতুন গন্তব্যে। এর মধ্যে চীনের বাণিজ্যিক নগর গুয়াংজু, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং মালদ্বীপের রাজধানী মালের পথে উড়বে বিমান। অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার মন্ট্রিল ও জাপানের টোকিওতে উড়াল দেওয়ার ইচ্ছে রয়েছে বিমানের। সমস্যা কাটিয়ে বিমান আবার গৌরব নিয়ে বিশ্বের বাংলাদেশের পতাকাকে আরে সম্নানিত করুন সেই প্রত্যাশায় এই ভিডিও থেখে বিদা্য় নিচ্ছি । ভালো থাকবেন সবাই।
#Biman
#Bowing_787-8
#Bowing_dream_liner

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ক্লিক করুন:
https://www.seevid.ir/c/NewsBDonlin...

ফেসবুকে আমোদের সাথে যুক্ত থাকতে ক্লিক করুন
Facebook: newsbd321

আমাদের সাথে যুক্ত থাকুন টুইটারে
Twitter: newsbdupdate

ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতে ক্লিক করুন
newsbdonlinee

Our you tube channel is a bangla news based channel which will give you the breaking news from bangladesh. News BD will give you the all bd news live, bd update news, bd politics, bangla news update, bangla talkshow, bd news live, current news, latest news bd. We will also provide exclusive interview and indepth interview of some famous people and popular person. To stay update about bangladesh update news subscribe our channel news bd.
5 سال پیش در تاریخ 1398/06/01 منتشر شده است.
515,858 بـار بازدید شده
... بیشتر