দেশে প্রথমবার চলল মেট্রোরেল দেখুন

Sabbir live
Sabbir live
365.3 هزار بار بازدید - 3 سال پیش - বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন।এই প্রথম
বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন।

এই প্রথম লাইনে চালিয়ে দেখানো  হলো মেট্রোরেল। আর এর মাধ্যমে ইলেক্ট্রিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ।

উত্তরায় মেট্রোরেলের ডিপোতে দেশের ইতিহাসে মেট্রোরেলের প্রথম চলাচল এটি।

৬টি বগি নিয়ে জাপানী চালক ট্রেনটি ওয়ার্কশপ থেকে প্রায় ৫০০ মিটার সামনে নিয়ে আসেন।

ট্রেনটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত। জাপানের কাওয়াসাকি কোম্পানি ট্রেনগুলোর নির্মাতা। তাঁদেরই একজন চালক ট্রেনটি চালিয়ে নিয়ে আসেন।

ডিপোর ভেতরে একটি স্থানে ট্রেনটি থামানো হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনটির ভেতরে ঘুরে দেখেন।


আগস্ট মাসে এই ট্রেনটি ডিপোর বাইরে উড়ালপথে তোলা হবে। তখন ট্রায়াল রান করা হবে। সেখানে প্রথমে পারফরম্যান্স টেস্ট, তারপর সমন্বিত পরীক্ষামূলক চলাচল, তারপর পূর্ণাঙ্গ পরীক্ষামূলক চলাচল হবে।

রেললাইনে ট্রেন চলেছে তার ওপর বিদ্যুতের তার আছে। সেটির সঙ্গে সংযোগ করা হয় ট্রেনটির।

ট্রেনটি চালিয়ে বাইরে আধঘণ্টা রেখে আবার ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়।

স্টোইনলেস স্টিল বডির এই ট্রেনটি বুলেটপ্রুফ। বাইরে কালো গ্লাস। এর দুইদিকে দরজা রয়েছে। একেকটি কোচে ১ হাজার ৭৩৮ জন যাত্রী যেতে পারবেন।

বেশিরভাগ যাত্রী যাতে দাড়িয়ে হাতল ধরে যেতে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে। এটি বিশ্বের সবাধুনিক সবশেষ প্রযু্িকতর ট্রেন বলছে- মেট্রোরেল কতৃপক্ষ।

ডিসেম্বরে ট্রেনটি যাত্রীসহ চালানোর লক্ষ সরকারের। তবে করোনার কারণে ডিসেম্বারে ট্রেন যাত্রীসহ চালানো নিয়ে অনিশ্চিয়তা রয়েছে।

উত্তরা এই এলাকায় দিনের শুরুতে মেট্রোরেল বের হবে। গভীর রাত অবধি মতিঝিল পযন্ত চলাচল করবে। আবার মধ্যরাতে এখানে ট্রেন রাখো হব।ে
ঢাকায় আরও ৫ টি মেট্রোরেল লাইন নিমাণ চলছে। সেগুলো পরিচালনা করা হবে এখা থেকে। একানেই হবে পুরো ঢকার মেট্রোরেলের প্রধান পরিচালনা কেন্দ্র।
3 سال پیش در تاریخ 1400/02/21 منتشر شده است.
365,324 بـار بازدید شده
... بیشتر