রাজার পোশাকে রাজস্থান || Pink City Jaipur Rajasthan || ভারতের গোলাপি শহর জয়পুর ঘুরলাম..

Md Fizz
Md Fizz
101.3 هزار بار بازدید - 6 ماه پیش - #jaipur রাজস্থান
#jaipur

রাজস্থান জয়পুর হোটেল নাম্বার : +918409966607

রাজস্থান
ভারতের রাজস্থানের কথা মনে পড়লেই চোখে ভেসে ওঠে মরুভূমি, হাওয়া মহল, উদয়পুরের সিটি প্যালেস ও জয়সালমের দুর্গের মতো বিখ্যাত সব স্থানের কথা।
ভারতের দক্ষিণে সাগর মহাসাগর আর পশ্চিমে মরুর দেশ রাজস্থান যাকে বলা হয় রাজাদের শহর।
আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভারতের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান।

সকালে ঘুম থেকে উঠেই রাজস্থানি ভাইয়ের সাথে বাইক নিয়ে বের হয়ে গেলাম।
ভারতের অনান্য রাজ্য যখন ঘন কুয়াশা ঠান্ডার আমেজ তখন রাজস্থানের রাজধানী জয়পুরে গরমের আভাস।তবে ওয়েদারটা ছিল অসাধারণ।
যেদিকে তাকাই সেদিকে গোলাপি সব বাড়িঘর আর রাজ প্রাসাদ।
ভারতের কাশ্মীরের পর আমার সবচেয়ে পছন্দের যায়গা এই রাজস্থান।
তাই আপনারা রাজস্থানে টুর প্লান করতেই পারেন।
প্রথমেই আমরা যাবো আমির ফোর্ট তবে যাওয়ার পথেই পরবে হাওয়া মহল, সিটি প্যালেস,জন্তর মন্তর,জল মহল জয়গড় ফোর্ট এবং সর্ব শেষে আমির ফোর্ট।
তবে আমরা শেষের দিক থেকে সবকিছু দেখতে দেখতে আসবো তাই সর্বপ্রথম জয়পুর থেকে ১২ কিলোমিটার দুরে আমির ফোর্ট পরিদর্শন করবো।
তবে মজার বিষয় হল মাত্র ১২ কিলোমিটারের মধ্যই রয়েছে সবগুলো স্পোট।
তাই একদিনেই পুরো জয়পুর ঘুরে দেখা সম্ভব।
আপনরা অটো নিয়ে যেতে পারেন ৫০-১০০ রুপি নিয়ে থাকে আর শেয়ারিং এ গেলে ২০/৩০ রুপি।
তবে আম্বার ফোর্টে প্রবেশের আগেই আমরা পান্না মিনাকা কুন্ড পরিদর্শন করি এটি দার্গের প্রবেশের মুখেই রয়েছে।
মুলত এটি নির্মান করা হয়েছিল ১৬ সতকের দিকে,আসলে রাজস্থান মরুভূমির একটি রাজ্য এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল পানির তখনকার সময় দূর্গের এবং এখানকার গ্রামের মানুষদের জন্য এই পান্না মিনাকা কুন্ড করা হয়।
রাজস্থানে যখন আপনি ভ্রমণ করবেন তখন এমন অনেক কুন্ড দেখতে পাবেন৷

যাইহক আমিরফোর্টে আসার পর প্রথমেই টিকিট কাটতে হবে তবে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম তাজমহলের মত এখানেও কি বিদেশিদের জন্য আলাদা টিকিট মুল্য কিনা,, এরপর দেখি নাহ সবার জন্যই সমান টিকিট পার পারসন মাএ ১০২ রুপি করে।
টিকিট কাটার পর আমরা উপরে প্রবেশ করি।
গোলাপি শহর জয়পুরের ১১ কিলোমিটার উত্তরে, আরাবল্লী পর্বতের ‘চিল কা টিলা’ অংশের উপর এই পর্বত তৈরি করা হয়। ৯৬৭ খ্রীস্টাব্দে চন্দ্র বংশের রাজা এলান সিংহ প্রথমদুর্গের স্থাপনা শুরু করেন। তার পর পুরনো স্থাপনার উপর নতুন করে নির্মাণ শুরু করেন রাজা মান সিংহ।
পধারো মারো দেশ’, হিন্দি সিরিয়ালের দৌলতে রাজস্থান শুনলেই মনে পড়ে গানের এই দুই ছত্র। কিন্তু রাজস্থান শুধু বেড়ানোর জায়গা নয়, বরং পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাসের মণিমুক্তো।
এই জন্যই বলা হয় রাজা মহারাজাদের বাসস্থান ভারতের এই রাজস্থান।

দুর্গের ভিতর প্রচুর মন্দির রয়েছে। রয়েছে নিখুঁত করে সাজানো বাগান, দুর্গের ঠিক পাশেই রয়েছে মাওতা হ্রদ। রাজস্থানের প্রাচীন লোককথায় শোনা যায়, পাহাড়ের ঢালে যে লিঙ্গ রয়েছে, তা হ্রদের জলে সম্পূর্ণ ডুবে গেলে অবির্ভূত হবেন অম্বা মাতা।
এছারা এই হ্রদের পানি কারো শরীরে লাগালে তাদের চামরা জনিত রোগ ঠিক হয়ে যায় এমন অনেক কথায় বিশ্বাস করে এখানকার মানুষেরা।
তবে এই দূর্গের ভিতরে সবচেয়ে আকর্ষনীয় হচ্ছে শিসমহল,, হাজারের বেশি রঙিন কাচ দিয়ে তৈরি এই শিশমহল যখনই রোদ পরে তখন সবার চোখ ধাধা লেগে যায়,,ভিতরে মনে হবে দুই প্রজাপতির মাঝে একটি ফুল, কখনও মাছের লেজ, কখনও পদ্ম কখনও সিংহের লেজে লুকিয়ে থাকা গোখরো।



My Instagram Id : Instagram: mdfizz02
My Page - https://www.facebook.com/profile.php?...

For Business Gmail - [email protected]

Bangladesh To India 560 Taka -Dhaka To Kolkata 550 Taka || ঢাকা থেক...
Kolkata To Kashmir Rs 750 -Kashmir Tour Vlog || কলকাতা থেকে ৭৫০ ...
Kolkata To Delhi Rs 650 -Kolkata To Delhi Vlog || ৬৫০ টাকায় কল...
India To Bangladesh Rs30 -India To Bangladesh Taka 30 || কলকাতা...

Thanks For Watching..
6 ماه پیش در تاریخ 1402/11/26 منتشر شده است.
101,332 بـار بازدید شده
... بیشتر