লোহিত সাগরের উপর নির্মিত পৃথিবীর প্রথম ভাসমান মসজিদ এটি। মসজিদ আর-রাহমাহ, জেদ্দা।

Road To Hijaz
Road To Hijaz
3.5 هزار بار بازدید - 5 سال پیش - আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্,আধুনিক ও প্রাচীন ইসলামী
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্,

আধুনিক ও প্রাচীন ইসলামী স্থাপত্যশিল্পের সংমিশ্রণে নির্মিত মসজিদুর রহমাহ সমুদ্রে ভাসমান বিশ্বের সর্ব প্রথম মসজিদ। মসজিদটি প্রায় তিন যুগ আগে সৌদি আরবের জেদ্দায় লোহিত সাগরের তীরঘেঁষে নির্মিত হয়। আকর্ষণীয় বৃত্তাকার আকৃতির সুদৃশ্য গম্বুজ ও সুউচ্চ আলোকিত মিনারবিশিষ্ট মসজিদটি একটু দূর থেকে দেখলে মনে হয় যেন পানির ওপর ভাসছে। এটি ‘আল মসজিদুল আয়েম’ (ভাসমান মসজিদ) নামেও পরিচিত।

আল আয়েম মসজিদ ১৯৮৫ সালে ২৪০০ বর্গমিটার জায়গার ওপর নির্মাণ করা হয়। নারী-পুরুষ মিলিয়ে এখানে একসঙ্গে অন্তত দুই হাজার তিন শ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদ তৈরিতে সর্বাধুনিক প্রযুক্তি ও রসদসামগ্রীর ব্যবহার করা হয়েছে। এর চমৎকার আলোকসজ্জা ও সাউন্ডসিস্টেম অত্যন্ত উন্নত।

মসজিদে বড় গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরো ৫২টি গোলাকৃতির গম্বুজ এবং আঙিনায় ২৩টি সয়ংক্রিয় ছাতা রয়েছে। এসব গম্বুজ ও ছাতার ওপর লিপিবদ্ধ করা হয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত।

প্রাচীন ইসলামী নকশাকৃতিতে বড় গম্বুজটির চারপাশে রাখা হয়েছে অন্তত ৫৬টি জানালা। নারীদের নামাজের স্থানটি সম্পূর্ণ কাঠের তৈরি। মসজিদের মাঝ বরাবর সেটিকে ঝুলন্ত অবস্থায় স্থাপন করা হয়েছে। তাতে পাঁচ শ মুসল্লি একত্রে নামাজ পড়তে পারেন।

সৌদি সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য এবং কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ার প্রকৌশলী হাদি ইবনে আহমদ জাফারি বলেন, সমুদ্রের শেওলা মসজিদুর রহমাহের অবকাঠামোয় কোনো ধরনের ক্ষতি করতে পারে না। কারণ নির্মাণপ্রকল্পের শুরুতেই নির্মাতারা সমুদ্র-জলের লবণাক্ততা, তীব্র স্রোত এবং পারিপার্শ্বিক আবহাওয়ার কথা বিবেচনা করেই উপযোগী রসদসামগ্রী ব্যবহার করেছেন। সর্বশেষ নির্মাণপ্রকৌশলী মসজিদটি পানির ওপর এমনভাবে স্থাপন করেছেন, যেন পুরো মসজিদ কমপ্লেক্স সমুদ্রের কোলে ভাসছে।
সূত্র : আল আরাবিয়া।

→ফেসবুকে আমাদের ফলো করতে:-
Facebook: AH-Noman-Makki-117776552966558

( #রোড_টু_মক্কা, #noman_makki_lecture )



=======♥♥♥♥♥♥♥========

♦★ মা খাদিজা রাযি: এর কবর: মা খাদিজার কবর। জান্নাতুল মুআ'ল্লা, ম...,

♦★ প্রিয়নবী ﷺ এর জন্মস্হান: নবি করিম সাঃ এর জন্মস্হান ( ভিডিওসহ )...,

♦★ উহুদ যুদ্ধের ঐতিহাসিক স্হান: রক্তাক্ত ওহুদের ময়দান | ওহুদ পাহাড় ও ...,

♦★ ইসলামের প্রথম মসজিদ কোনটি???
ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ কোনটি?,

♦★কেমন ছিল হজ:২০১৯ ইং????
দেখুন--- পবিত্র হজ্ব ২০১৯ ইং | একনজরে হজ্বের স...,

♦★মুজদালিফার ময়দান দেখতে---
হাজীগণ যেখানে খোলা আকাশের নিচে রাত কা...,

♦★ওমরা মসজিদ/ মসজিদে জিরানা: লিংকে যান--
রাসুলুল্লাহ্ সাঃ যে মসজিদ থেকে ওমরা প...,

♦★তায়েফের ময়দানের রক্তাক্ত ইতিহাস জানতে নিচের লিংক থেকে ঘুরে আসুন---
তায়েফের  ঐতিহাসিক স্হানসমূহ। রক্তাক্ত...,

♦★নবীজির রওজা মোবারকের ভিডিও পেতে- লিংকে
[রাসুলুল্লাহ্ ﷺ  এর রওজা মোবারক জিয়ারত...] প্রবেশ করুন!


ভিডিও ধারণ : মাওলানা ওমর ফরুক, গ্রন্হনা ও পরিবেশনায়: AH Noman Makki,


(♦♦♦♦ ANTI-PIRACY WARNING♦♦♦♦♦
Please never try to copy our content. If you trying to duplicate our any content then we are complaining yours against,


        ◄▌● Don' Forget To Subscribe ● ▌►

       All rights reserved by ©ah noman makki)
5 سال پیش در تاریخ 1398/11/25 منتشر شده است.
3,597 بـار بازدید شده
... بیشتر