বাংলা #হাতের_লেখা সুন্দর করার ৭টি কৌশল.

Handwriting4
Handwriting4
3.5 میلیون بار بازدید - 3 سال پیش - আসসালামু আলাইকুম, আপনি যদি এক
আসসালামু আলাইকুম,
আপনি যদি এক সপ্তাহের মধ্যে আপনার ( আগের ও পরের ) লেখা তুলনা করে দেখতে চান তাহলে ,
১, আগের মতোই এক পেজ লেখুন এবং পেজটি আলাদা করে রাখুন।
২, ভিডিওর টিপস গুলো মনোযোগ দিয়ে শুনুন।
৩, এক সপ্তাহ, দিনে ২ ঘন্টা অনুশীলন করুন।
৪,এক সপ্তাহ পর, এক পেজ সুন্দর করে লেখার চেষ্টা করুন এবং লেখুন,
৫, আগের লেখার সাথে মিলিয়ে দেখুন,
৬, যদি আগের লেখা থেকে বর্তমানের লেখা সুন্দর হয় তবে চেষ্টা চালিয়ে যান।
৭, আপনি সফল হবেনই, ইনশাল্লাহ।

যদি তোমরা পরীক্ষায় বেশী নম্বর পেতে চাও তাহলে এই ৫ টি কাজ কর!
১। ঘড়ির টাইম দেখে বাসায় দ্রুত লেখার অভ্যাস কর!
২। খাতায় সুন্দর করে প্রেজেন্ট করা (সাজানো গোছানো লেখা)
৩। লেখা যেমনই হোক, লাইন হতে হবে সোজা, কাটা-কাটি, ঘষা-ঘষি করা যাবে না।
৪। লাইন এবং শব্দের মাঝে খানিকটা ফাঁকা রাখতে হবে।
৫। দুটি উত্তরের মাঝে কমপক্ষে ৩/৪ লাইন লেখা যায়, এমন পরিমান জায়গা খালি রাখতে হবে!
এবং ( ১ নং, ২ নং,৩ নং) ইত্যাদি প্রশ্নের উত্তর কথাটি একটু বড় করে লেখ! আশা করা যায় ,
তোমাদের পরিক্ষার খাতা দেখতে সুন্দর লাগবে! এবং তোমরা বেশি নম্বর পাবে! ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবসক্রাইব কর! এবং ভিডিওতে একটা লাইক করে দাও!
"ধন্যবাদ সবাইকে"
3 سال پیش در تاریخ 1400/01/03 منتشر شده است.
3,597,053 بـار بازدید شده
... بیشتر