জানি এবং জানাই | পর্ব - ১৬ | ক্যান্সার রোগী ও তার পরিবারের মানসিক স্বাস্থ্য

Center for Cancer Care Foundation
Center for Cancer Care Foundation
61 بار بازدید - 2 ماه پیش - জানি এবং জানাই | পর্ব
জানি এবং জানাই | পর্ব - ১৬ | ক্যান্সার রোগী ও তার পরিবারের মানসিক স্বাস্থ্য

অতিথি:
রোকশানা আফরোজ
- সভাপতি, সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন।


"সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন" কী ও কেন?
-----------------------------------------------------------------------------
সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন– দেশের ক্যানসারাক্রান্ত, তাদের পরিবার, স্বজন, বন্ধু, বিশেষজ্ঞ চিকিৎসক এবং ক্যান্সার প্রতিরোধে কাজ করতে আগ্রহীদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন। বাংলাদেশে ক্যান্সাার আক্রান্ত মানুষদের জন্য বিশ্বমানের, সর্বাধুনিক, সুলভ ক্যান্সার চিকিৎসাসেবা নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং কাজ করা। সেইসাথে ক্যান্সার প্রতিরোধে আগ্রহী সকলকে নিয়ে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা তৈরি করা। এ লক্ষ্যে সকল ক্যান্সারাক্রান্ত , তাদের পরিবার, স্বজনদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। সমমনা সংগঠনগুলোর সাথে যৌথ ফোরামে যুক্ত হওয়া। আমরা জানি আমাদের স্বপ্ন অনেক বড়। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের মানুষ পাশে থাকলে স্বপ্নপূরণ হবেই হবে । দেশেই সবার জন্য বিশ্বমানের সর্বাধুনিক ক্যান্সার হাপাতাল গড়ে উঠবে। আসুন সকলে, জোটবাঁধি। আরেকবার প্রমাণ করি মানুষের সম্মিলিত শক্তিই ইতিহাস নির্মাণ করে।
2 ماه پیش در تاریخ 1403/04/11 منتشر شده است.
61 بـار بازدید شده
... بیشتر