BCS Preliminary Book List । বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট । Jonayed Hossain

Jonayed Hossain
Jonayed Hossain
158.8 هزار بار بازدید - 3 سال پیش - Jonayed HossainBCS Info.35, Tax 36,
Jonayed Hossain
BCS Info.35, Tax 36, Admin 37
Senior Officer (Sonali Bank Ltd)

আমি কী কী বই পড়েছি..

1. মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু বিষয়ক প্রচুর বই আমি অনেক আগে থেকে নিজের আগ্রহে পড়েছি। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তাজউদ্দীন আমার অন্যতম আগ্রহের বিষয়।  এই পড়াটা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বেশ কাজে লেগেছে।

2. গণিত, বিজ্ঞান, সাহিত্যের বইও আমি নিয়মিত পড়তাম। এ কারণে কোন সাহিত্য কে লিখেছেন এসব অনেক কিছু কমন ছিল। যেমন ধরুন, মার্ক টোয়েন এর 'হাকলবেরি ফিন' বা জহির রায়হানের 'আরেক ফাল্গুন' আমি বিশ্ববিদ্যালয়ে থাকতে পড়েছি। সুতরাং এই বই কে লিখেছে এটা আমার মুখস্থ করতে হয়নি।

3. এবার আসি আপনাদের আগ্রহের জায়গায়, বিসিএস এর জন্য আমি কী পড়েছি?

বিসিএস এর জন্য আমি প্রথমে বিসিএস এর প্রশ্ন কালেক্ট করেছিলাম। এরপর শুরুতে বাজার থেকে MP3 এর একটা প্রিলি সিরিজ ও Professors এর একটা প্রিলি সিরিজ কিনেছিলাম। তখনও আসলে জানতাম না কী কী পড়তে হবে।

এরপর ব্যাংক জব সলিউশন ও জব সলিউশন কিনেছিলাম (কেউ একজন বলেছিলেন কিনতে)। দুইটা বইই ভালো লেগে যায়। দাগিয়ে পড়া শুরু করলাম। পড়তাম, নোট করতাম। আর প্রতি সপ্তাহে দোকানে গিয়ে দেখে দেখে বিষয়ভিত্তিক বই কিনতাম।

বাজারের সব বইই আমি কিনেছি। তাই আলাদা করে লিস্ট দেওয়ার দরকার নেই। আমি আসলে কোন কোচিং করিনি। কোচিং এর সব টাকা দিয়ে বই কিনতাম, বই কিনে বেকার অবস্থায় দেউলিয়া হয়েছিলাম ☺

4. আপনাদের জন্য কিছু পরামর্শ-

- প্রথমে জব সলিউশন কিনুন (যেটা ভালো লাগে)
- এরপর প্রাইমারি ও হাইস্কুলের গণিত, বিজ্ঞান বইগুলো কিনুন বা কালেক্ট করুন।
- বাংলাদেশের সংবিধান পড়তে থাকুন।
- বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, পত্রিকা  (আন্তর্জাতিক পাতা ও কলাম) নিয়মিত পড়বেন।
- বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, হুমায়ুন আহমেদের দেয়াল, তাজউদ্দিন আহমেদকে নিয়ে তার মেয়ে শারমিন আহমেদের লেখা 'নেতা ও পিতা' এই রকম সব বই পড়ে ফেলুন।
- বাংলাপিডিয়া কালেক্ট করে পড়তে পারেন।
- এরপর বিষয়ভিত্তিক আরো বই কিনুন (তবে একাসাথে না, পড়তে থাকুন, নোট করুন, বই দেখে-পড়ে কিনুন)

বাংলা-

লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের ইতিহাস- হুমায়ুন আজাদ; বাংলা ব্যাকরণ- নবম শ্রেণী, বাংলা একাডেমির বানানরীতি, MP3 বাংলা, সৌমিত্র শেখরের বাংলা বই, বাংলা বানান- মাহবুব আলম

+++ English

English for Comparative Exams- Professors,
জাকির হোসেনের ইংরেজি গ্রামার বই, An Essential Book... -Colegiate Publication, হাইস্কুলের ইংরেজী বই।  Common mistakes,  An ABC of English Literature.

Vocabulary বিভিন্ন পরীক্ষায় আসাগুলো একটা খাতায় লিখে পড়লেই হবে। বেশি পড়তে আগ্রহী হলে Saifurs Students Vocabulary (ছোট বই) কিনতে পারেন।

+++ গণিত

1.  ৮ম, ৯ম সাধারণ গণিত বই ও সমাধান,
2.  MP3 math,
3. Khairuls Basic Math
4. S@ifirs Math, S@ifurs Geometry (ব্যাংক ও বিসিএস একসাথে প্রস্তুতি হয়ে যাবে)

+++ বিজ্ঞান

1. MP3 বিজ্ঞান
2. ওরাকল বিজ্ঞান
3. হাইস্কুলের ৭ম, ৮ম, ৯ম সাধারণ বিজ্ঞান (পড়ে ফেলুন একবার, লিখিত পরীক্ষায়ও কাজে লাগবে।)

+++  কম্পিউটার
1. Easy Computer
2.  Fundamental Computer- Dr. Lutfur Rahman.

সাধারণ জ্ঞান

MP3 বাংলাদেশ,  আন্তর্জাতিক, প্রফেসরস, ওরাকল।
বাংলাদেশ ও বিশ্বের মানচিত্র অবশ্যই টেবিলে রাখবেন।
গুগল, উইকিপিডিয়াতো থাকছেই।

বিশেষ দৃষ্টি :

1. বেশি বেশি মডেল টেস্ট দিন।
2. যেকোন পরীক্ষা দিয়ে এসে প্রশ্নটা ভালোভাবে সলভ করুন। নিজের দুর্বলতা বের করুন, সে অনুযায়ী পড়ুন।
3. নোট করুন নিয়মিত।
4. একটা ঘটনার সাথে অন্য ঘটনা লিংক করে পড়ুন।
5. মনে থাকতে সময় লাগবে। শিখার জন্য পড়ুন, বারবার পড়ুন, একসময় পারবেন।

বিসিএস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের আরো ভিডিও দেখুন @jonayedhossain

আমার ফেসবুক আইডির লিংক Facebook: jonayedjonak

ফেসবুক পেজ  Facebook: jonayedhossain89

ইনস্টাগ্রাম
Instagram: jonayed.jonak

BCS, BCS PRELIMINARY, BCS PRELIMINARY BOOK LIST, BCS GUIDELINE, BCS SUGGESTION, BCS BOOK, COMPLETE SUGGESTIONS, BOOK LIST FOR JOB, BANGLADESH PUBLIC SERVICE COMMISSION, BPSC, PSC, BCS BOOK LIST, BCS EXAM
বুকলিস্ট, বিসিএস বুকলিস্ট, বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট, প্রিলিমিনারি বুক লিস্ট, বুক লিস্ট, বইয়ের তালিকা, বিসিএস এর বই

#BCS #Preliminary #BookList
3 سال پیش در تاریخ 1400/01/21 منتشر شده است.
158,863 بـار بازدید شده
... بیشتر