হযরত শাহজালাল (রহ.) এর ওরস নিয়ে যত অজানা তথ্য সব এক ভিডিওতে | Sylhet Archive

Sylhet Archive
Sylhet Archive
2.2 هزار بار بازدید - ماه قبل - হযরত শাহজালাল ভারতীয় উপমহাদেশের বিখ্যাত
হযরত শাহজালাল ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শেখ শাহ জালাল কুনিয়াত মুজাররদ। ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ খ্রিষ্টীয় সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, তদুপরি শাহ জালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলক-লিপি থেকে উল্লেখিত সন-তারিখই সঠিক বলে ধরা হয়। ফার্সি ভাষায় লিখিত ফলক-লিপি বর্তমানে ঢাকা যাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে তার মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহ জালালের সঙ্গী-অনুসারীদের মধ্য হতে অনেক পীর-দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালালের সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা।

Keywords: হযরত শাহজালাল রহঃ এর জীবনী, শাহজালাল মাজার, hazrat shahjalal mazar, শাহজালাল মাজার সিলেট, shahjalal mazar, shahjalal, শাহজালাল,হযরত শাহজালাল, শাহজালাল (রহঃ) এর মাজার এর কবুতর, hazrat shahjalal, হযরত শাহজালাল (রহ.) এর বার্ষিক ওরস, শাহজালাল (রহ.) এর বার্ষিক ওরস স্থগিত, শাহজালাল (রহ.)-এর ৭০০তম ওরস শুরু- ভক্তদের ঢল hazrat shahjalal (ra) urs, hazrat shahjalal mazar sharif, biography of hazrat shahjalal, hazrat shahjalal (r)703rd urus mubarak, শাহজালাল রহঃ মাজার শরীফের ওরস
ماه قبل در تاریخ 1403/03/17 منتشر شده است.
2,214 بـار بازدید شده
... بیشتر