যে ভাবে তৈরি হয় লাখ টাকার নকশী কাঁথা । নওগাঁর নকশী কাঁথার গ্রাম। NOKSI KATHA

M R ROCKY
M R ROCKY
398.3 هزار بار بازدید - 5 سال پیش - আজো এই গাঁও অঝোরে চাহিয়া
আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে,
নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে |
মধ্যে অথই শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি,

ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মূক মাটি!
নিঠুর চাষীরা বুক হতে তার ধানের বসনখানি,
কোন্ সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি !

কবি জসিম উদ্দিনের নকশী কাথা কবিতাটির মতো ছায়া সু নিবির গ্রাম নওগাঁর সতিহাট । এ গ্রামের নারীরা
রঙিন কাপড়ের পরোতে পরোতে সুনিপুণ হাতের কাজে ফুটে ওঠে একেকটি নকশী কাঁথা | গ্রামের কয়েকশো মহিলার আঙ্গুলের কারসাজিতে তৈরি হয় এসব নকশী কাঁথা |
সংসারের কাজের ফাঁকে বাড়তি আয়ের জন্য গ্রামের গৃহিনী ও শিক্ষার্থীরা গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পের সাথে নিজেদের জড়িয়ে সংসারে এনেছেন স্বচ্ছলতা।  

ব্যবসায়ীর কাছ থেকে চাহিদা নিয়ে বাড়ির উঠোনে এভাবেই প্রতিদিন দলবেঁধে নকশি কাঁথায় ফুল তুলতে কর্মব্যস্ততা বাড়ে  এসব নারীদের | কখনো লাল কখনো সাদা কাঁথার জমিনের উপর রঙিন সুতোই ফুটে তোলে সূক্ষ্ম নকশা | মনের খেয়ালে গ্রামীণ মহিলারা বানিয়ে চলে বাহারী নকশিকাঁথা | সুই সুতোর এফোঁড়-ওফোঁড়ে এক একটি নকশিকাঁথা যেন ফুটে ওঠে জীবন্ত প্রতিচ্ছবি | মজুরির উপর নির্ভর করে নান্দনিক এসব কাঁথা তৈরিতে কখনো সময় লাগে ৩ থেকে ৯ মাস পর্যন্ত | সংসারের কাজের ফাঁকে বাড়তি আয় এসব নারীদের করেছে স্বনির্ভর |
ভক্সপপ// 3 জন নারী সুচ কারিগর ।
গ্রামীণ গৃহীনিদের পাশাপাশি শিক্ষার্থীরাও নকশি কাঁথা তৈরি কাজে নিজেদের জড়িয়ে পড়ালেখার খরচ বের করছে ।তরুনীদের হাতের পরশ আর মননশীল চিন্তায় নান্দনিক  ভাবে ফুটে তোলা এসব নকশী কাঁথা  
ভক্সপপ// দু জন শিক্ষার্থী
জেলা শহর থেকে ২০ কি: মিটার দুরের এ গ্রাম টি এখন নকশী কাঁথার গ্রাম হিসাবে পরিচিত । মাত্র ৩০ মিনিটের পথ ধরে ছায়া সুনিবির গ্রাম আর এ গ্রামের নারীরা নিজেদের আত্ব নির্ভর করার পথ খুঁজে নিয়েছে সৃজনশীল এ কাজের মাধ্যমে ।
সকাল থেকে ভর দুপুর পর্যন্ত নিত্য দিন চলে বাড়ীর উঠোনে এ সুচী কাজ । নান্দনিক ফুল কাথার জমিনে তোলার আগে একে অপরের শলাপরামর্শ আরো সু নিপুণ করে তোলে কারু কাজ ।

উন্নত প্রশিক্ষন আর সরকরী  ক্ষুদ্র ঋন সহায়তা দেওয়া হলে গ্রামীণ অর্থনীতিতে এসব নারীরা আরো বেশি অবদান রাখবে বলে মনে করছে বিশিষ্টজনরা ।  

তৃণমূল পর্যায়ের এসব নারী কারিগরদের সরকারি সেবার আওতায় আনাসহ উন্নত প্রশিক্ষণের ব্যবস্হা নেয়ার আশ্বাস দিয়েছে সমাজ সেবা অধিদপ্তর
 
নান্দনিক কাজের কাজের উপর ভিত্তি করে দেশ হাজার  থেকে  ৫ হাজার  টাকায়  এসব নকশী কাঁথা বিক্রি হয়

যে কোন সংবাদ ভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলে Subscribe করে সঙ্গে থাকুন।
বিস্তারিত জানতে - www.visionnewstoday.com
E-mail: [email protected]
Mobile : +8801712247426, +8801926247426
Facebook: Facebook: VisionNews71
Twiter : Twitter: VisionNews71
5 سال پیش در تاریخ 1398/06/31 منتشر شده است.
398,371 بـار بازدید شده
... بیشتر