ক্যারেটে পদ্ধতিতে ভার্মীকম্পোস্ট উৎপাদন প্রণালী। পর্ব-১

39.9 هزار بار بازدید - 2 سال پیش - ক্যারেটে ভার্মীকম্পোস্ট উৎপাদনের ধারনা বিশ্বে
ক্যারেটে ভার্মীকম্পোস্ট উৎপাদনের ধারনা বিশ্বে নতুন। তবে স্থানান্তর যোগ্যতা ও ভার্টিকেল কৃষির ধারনাসহ সীমিত স্থানে অধিক সার উৎপাদনের আগ্রহ থেকেই পদ্ধতিটির জন্ম। প্রায় ১০ মাস আগে প্রকল্পটি শুরু করেছিলাম রেশমা কৃষি উদ্যোগকে সাথে নিয়ে। এর প্রাথমিক ফলাফল এবং সম্ভাবনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেই সময়। আপনাদের আগ্রহ এবং নানাবিধ প্রশ্নে ঝুড়ি মাথায় নিয়ে আমরা আমাদের গবেষণা কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আশা করছি এবছরেই আমাদের গবেষণা ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। যদিও ইতোমধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এটি নিয়ে অনেকেই কাজ শুরু করেছেন এবং ব্যপক সফলতা অর্জন করেছেন।আমরাও আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা আপনাদের এবিষয়ে আরো বিস্তারিত জানাতে পারব। মাত্র (৩.৫x৩.৫X৫.০) ফুট স্থানে ৫টি স্তরে ৫১০-৫৪০ কেজি কেচো সার উৎপাদন করা সম্ভব।এটি শুধু মিরাকলই নয় বিভিন্ন সুযোগ সুবিধা বিবেচনা করলে পদ্ধতিটি টেকসই এবং কেচো সার উৎপাদনে বিপ্লব ঘটানোর জন্য সহায়ক। কেচোসার উৎপাদন, বিপননসহ বিভিন্ন জৈব সার ও জৈব কৃষি সম্পর্কে জানতে আমাদের ফোন করতে পারেন।আমরা আমাদের প্রশ্রে জবাব দেবার চেষ্টা করব। মোঃ আব্দুর রহিম উপসহকারী কৃষি কর্মকর্তা বগুড়া সদর, বগুড়া 01714512370,01916210945 [email protected]
2 سال پیش در تاریخ 1401/09/28 منتشر شده است.
39,950 بـار بازدید شده
... بیشتر